মুকুন্দের বিশ্বাস, সুযোগ ঠিক কাজে লাগাবেন

শুক্রবার ৮১ রানের ইনিংস খেলে উঠে মুকুন্দ জানালেন, ‘‘এই টেস্টে কিছু করে দেখানোর সুযোগ রয়েছে আমার সামনে। পরের টেস্টে কী হবে, তা নিয়ে ভাবতে রাজি নই। আমি প্রথম পছন্দ, না দ্বিতীয় পছন্দ, ও সব নিয়ে ভেবে লাভ নেই। সুযোগ এলে তা কাজে লাগাতে হবে, এটাই আমার কাছে বড় কথা।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৭ ০৪:১০
Share:

আফসোস: সেঞ্চুরি ফস্কে হতাশ অভিনব মুকুন্দ। ছবি: এএফপি।

ভারতীয় টেস্ট দলে তাঁর ফিরতে লেগে গেল ছ-ছ’টা বছর। এখনও অবশ্য টেস্ট দলে জায়গা পাকা নয় অভিনব মুকুন্দের। তবে মাথায় অতীত-ভবিষ্যত রাখতে চান না তিনি। বরং বর্তমানেই থাকতে চান। চান দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে।

Advertisement

শুক্রবার ৮১ রানের ইনিংস খেলে উঠে মুকুন্দ জানালেন, ‘‘এই টেস্টে কিছু করে দেখানোর সুযোগ রয়েছে আমার সামনে। পরের টেস্টে কী হবে, তা নিয়ে ভাবতে রাজি নই। আমি প্রথম পছন্দ, না দ্বিতীয় পছন্দ, ও সব নিয়ে ভেবে লাভ নেই। সুযোগ এলে তা কাজে লাগাতে হবে, এটাই আমার কাছে বড় কথা।’’

টেস্টে দ্বিতীয় হাফ সেঞ্চুরিটা তিনি করলেন শুক্রবার। টেস্টে সবচেয়ে বেশি রানের ইনিংসও তাঁর এটাই। বছরের শুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ থেকেই দলের সঙ্গে থাকলেও প্রথম এগারোয় থাকার সুযোগ হয়নি তাঁর। পরের টেস্টে যদি মুরলী বিজয় বা কেএল রাহুল দলে ফেরেন, তা হলেই তাঁকে ফের মাঠের বাইরে বসে থাকতে হবে হয়তো। গলে শিখর ধবন যা পারফরম্যান্স করেছেন, তার পর তো তাঁকে পরের টেস্টে বসানো কঠিন হবে। তাই মুকুন্দের জায়গা পরের টেস্টে হওয়ার সম্ভাবনা যে কম, তা বোঝাই যাচ্ছে।

Advertisement

নিজের ক্রিকেট জীবনের করুণ কাহিনী শুনিয়ে তামিল ওপেনার এ দিন বলেন, ‘‘সত্যি বলতে, একটা সময়ে সাদা পোশাকে ক্রিকেট খেলার কথাই ভুলে যেতে বসেছিলাম আমি। প্রথম শ্রেণির ক্রিকেটেও সুযোগ পাচ্ছিলাম না। বাদ পড়েছিলাম নিজের রাজ্য দল থেকে। তাই ভারতীয় দলে সুযোগ পাওয়াটা আমার কাছে বড় সুযোগ। যখনই সুযোগ পাব, তখনই তা কাজে লাগাতে হবে।’’

ও দিকে ৯২ রানে অপরাজিত থেকে যাওয়া শ্রীলঙ্কার অলরাউন্ডার দিলরুয়ান পেরেরা বলেন, ‘‘মাত্র আট রানের জন্য একটা টেস্ট সেঞ্চুরি হাতছাড়া হওয়াটা খুবই হতাশাজনক। খুবই খারাপ লাগছে।’’ তাঁর উল্টোদিকের ব্যাটসম্যানরা পরপর আউট হয়ে যান বলেই পেরেরার আর প্রথম টেস্ট সেঞ্চুরি পাওয়া হল না। বলেন, ‘‘আমি খুবই চেষ্টা করেছিলাম। কিন্তু সেঞ্চুরি করার সুযোগটাই পেলাম না।’’

স্কোরকার্ড

ভারত (প্রথম ইনিংস) ৬০০

শ্রীলঙ্কা (প্রথম ইনিংস) ২৯১

শ্রীলঙ্কা (১৫৪-৫ এর পর)

ম্যাথিউজ ক কোহালি বো জাডেজা ৮৩

দিলরুয়ান পেরেরা অপরাজিত ৯২

রঙ্গনা হেরাথ ক রাহানে বো জাডেজা ৯

নুয়ান প্রদীপ বো পাণ্ড্য ১০

লাহিরু কুমার বো জাডেজা ২

অতিরিক্ত ৫ মোট ২৯১
পতন: ২০৫-৬ (ম্যাথিউজ, ৫৮.৫), ২৪১-৭ (রঙ্গনা, ৬৬.২),
২৮০-৮ (প্রদীপ, ৭৩.৫), ২৯১-৯ (লাহিরু, ৭৮.৩)।

বোলিং: মহম্মদ শামি ১২-২-৪৫-২, উমেশ যাদব ১৪-১-৭৮-১,
আর অশ্বিন ২৭-৫-৮৪-১, রবীন্দ্র জাডেজা ২২.৩-৩-৬৭-৩, হার্দিক পাণ্ড্য ৩-০-১৩-১।

ভারত
(দ্বিতীয় ইনিংস)

শিখর ধবন ক গুণতিলক বো পেরেরা ১৪

অভিনব এলবিডব্লিউ গুণতিলক ৮১

পূজারা ক মেন্ডিস বো লাহিরু ১৫

বিরাট কোহালি অপরাজিত ৭৬

অতিরিক্ত

মোট ১৮৯-৩

পতন: ১৯-১ (শিখর, ৩.৬), ৫৬-২ (পূজারা, ১৬.৫), ১৮৯-৩ (অভিনব, ৪৬.৩)।

বোলিং: নুয়ান প্রদীপ ১০-২-৪৪-০, দিলরুয়ান পেরেরা ১২-০-৪২-১,
লাহিরু কুমার ১১-১-৫৩-১, রঙ্গনা হেরাথ ৯-০-৩৪-০, দনুস্কা গুণতিলক ৪.৩-০-১৫-১।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন