খেলার চেয়ে অভিনয়টা কঠিন, বলছেন সচিন

অপেক্ষার অবসান। সচিন তেন্ডুলকরের স্মরণীয় কেরিয়ার এ বার সিলভার স্ক্রিনে। বৃহস্পতিবার নববর্ষে ব্রিটিশ ডিরেক্টর জেমস এরসকিনের পরিচালিত ‘সচিন: আ বিলিয়ান ড্রিমস’ তথ্যচিত্রের ট্রেলার মুক্তি পেল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০১৬ ০৩:৩১
Share:

সচিনকে নিয়ে ছবির ট্রেলার পাঁচ ঘণ্টায় দেখলেন কুড়ি লাখ নেটচারী।

অপেক্ষার অবসান। সচিন তেন্ডুলকরের স্মরণীয় কেরিয়ার এ বার সিলভার স্ক্রিনে। বৃহস্পতিবার নববর্ষে ব্রিটিশ ডিরেক্টর জেমস এরসকিনের পরিচালিত ‘সচিন: আ বিলিয়ান ড্রিমস’ তথ্যচিত্রের ট্রেলার মুক্তি পেল। আর মুক্তির পরেই বলিউড থেকে ক্রিকেট, সবাই এখন থেকেই উৎসুক মাস্টার ব্লাস্টারকে বড় পর্দায় দেখতে। অভিষেক বচ্চন যেমন টুইট করেন, ‘‘শব্দ হারিয়ে ফেলেছি!’’ সচিনের প্রাক্তন সতীর্থ ও ভারতের অন্যতম সেরা স্পিনার অনিল কুম্বলে পোস্ট করেন, ‘‘গত এক যুগ ধরে আমরা অনেকটা সময় একসঙ্গে কাটিয়েছি। সেই স্মৃতিগুলো আবার ফিরে আসছে।’’ নিজের ছোটবেলা থেকে যিনি ছিলেন কট্টর সচিন-ভক্ত, ভারতের বর্তমানের পোস্টার বয় বিরাট কোহালি পোস্ট করেন, ‘‘অপেক্ষার শেষ। এই দেখুন সবাই ছবির ট্রেলার।’’

Advertisement

এত বছর ধরে ক্রিকেট মাঠে ভারতকে অনেক চাপের মুহূর্ত থেকে বাঁচিয়েছেন। তাতেও সচিনের কাছে ক্যামেরার সামনে দাঁড়িয়ে অভিনয় করা নাকি ক্রিকেটের থেকে ঢের বেশি কঠিন। তথ্যচিত্রে অভিনয় হাতেখরির আগে একটু হলেও নার্ভাস ছিলেন মাস্টার ব্লাস্টার। ‘‘অভিনয় এমন একটা জিনিস নয়, যেটার স্বপ্ন আমি দেখেছিলাম। কোনও সন্দেহ নেই অভিনয় করা ক্রিকেট খেলার থেকে অনেক বেশি চ্যালেঞ্জিং। আমি খেলতে বেশি ভালবাসতাম,’’ বলছেন সচিন। ছেলে অর্জুন তেন্ডুলকরও ক্রিকেটার হতে চান। আর তার আগে বাবার একটাই টিপস, ‘‘অর্জুনকে আমি বলেছি তুমি নিজের ইচ্ছায় ক্রিকেটার হতে চেয়েছ। তোমাকে কেউ জোর করেনি। মানসিক ভাবে নিজেকে প্রস্তুত করো। আর তাতেই ভয় জিনিসটা আর থাকবে না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement