টিম কিনলেন জিৎ

আইএসএলে টিম রয়েছে রণবীর কপূর, অভিষেক বচ্চনদের। এ বার প্রিমিয়ার ফুটসলে টিম কিনলেন টলিউডের নায়ক জিৎ। এর জন্য তিনি ফুটসলের চুক্তিতে সই করেছেন।

Advertisement
শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৬ ০৩:৩৯
Share:

আইএসএলে টিম রয়েছে রণবীর কপূর, অভিষেক বচ্চনদের। এ বার প্রিমিয়ার ফুটসলে টিম কিনলেন টলিউডের নায়ক জিৎ। এর জন্য তিনি ফুটসলের চুক্তিতে সই করেছেন। যদিও ফেডারেশনের সঙ্গে ফুটসল আয়োজকদের ঝামেলার সমাধান সূত্র এখনও বার হয়নি। আয়োজকদের দাবি, ১৫ জুলাই থেকে এই টুর্নামেন্ট শুরু হবে। জিৎ বলছেন, ‘‘কলকাতায় ফুটবল খুবই জনপ্রিয়। আর ফুটসল নতুন প্রজন্মের পছন্দ হবে বলেই আশা করছি। ’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement