প্রথম ইনিংসের এই উল্লাস কি ফের দেখা যাবে? ছবি: এএফপি।
ভারত ৪৫৫ ও ২০৪
ইংল্যান্ড ২৫৫ ও ৮৭/২ (৫৯.২ ওভার)
২২ গজের বেহিসেবি আচরণ। সঙ্গে ব্রড-রশিদ জুটির ধারালো আক্রমণ। তা সত্ত্বেও অ্যাডভান্টেজ ইন্ডিয়া।
কুক, হামেদকে প্যাভেলিয়নে ফিরিয়েই শেষ হল চতুর্থ দিনের খেলা। ৪০৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেছিল ইংল্যান্ড। চতুর্থ দিন ইংল্যান্ড যখন ব্যাট করতে নামবে তখন তাদের সামনে থাকবে ৩১৮ রানের লক্ষ্যমাত্রা। হাতে রয়েছে আট উইকেট। এই অবস্থায় পুরো একটা দিন রয়েছে ইংল্যান্ডের সামনে। ভারতের বোলারদের সামনেও রয়েছে ইংল্যান্ডকে অল-আউট করে সিরিজে প্রথম জয় ছিনিয়ে নেওয়ার টার্গেট। যা অবস্থা প্রথম টেস্টের মতই জমে যাবে দ্বিতীয় টেস্টের শেষ দিন।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে ইংল্যান্ড ৮৭/২। দুই ওপেনার অ্যালেস্টার কুক ও হাসিব হামেদ ৫৪ ও ২৫ রান করে ফেরেন প্যাভেলিয়নে। জাদেজা ও অশ্বিনের বলে দু’জনেই এলবিডব্লু আউট হন।
কোহালিদের মাত্র ২০৪ রানে প্যাভিলিয়নে ফিরিয়েও তাই পুরোপুরি নিশ্চিত হতে পারেননি অ্যালিস্টার কুক। কারণ, চতুর্থ দিনের শুরুতেই ভারতের হাতে ৪০৫ রানের নিশ্চিত পুঁজি। সঙ্গে ফর্মের তুঙ্গে থাকা রবিচন্দ্রন অশ্বিন। প্রথম ইনিংসে যিনি ২২ বার ফাইফার নিয়েছেন। এ বার সেই অশ্বিনই টিম ইন্ডিয়াকে সিরিজের প্রথম ম্যাচ জেতার দৌড়ে এনে দিয়েছেন।
শনিবার বিরাট কোহালি ও অজিঙ্ক রাহানের অপরাজিত জুটি অবশ্য আরও বড় রানের স্বপ্ন দেখিয়েছিল। কিন্তু এ দিন সকাল থেকেই দারুণ ছন্দে স্টুয়ার্ট ব্রড ও আদিল রশিদ। পেস আর লেগব্রেকের জোড়া ফলায় বিদ্ধ হয়েছে টিম ইন্ডিয়া। ক্যাপ্টেন কোহালি শতরান হারিয়েছেন রশিদের বোলিংয়ে। তবে প্যাভিলিয়নে ফেরার আগে নিজের সংগ্রহে কুড়িয়ে নিয়েছেন দ্বিতীয় ইনিংসে ভারতের ব্যক্তিগত সর্বোচ্চ ৮১ রান। প্রথম ইনিংসে ১৬৭ রানের পর এ দিনও সামনে থেকে দলকে চাগালেন তিনি। বাকি ব্যাটসম্যানেরা তেমন বড়সড় রান না পেলেও টিম ইন্ডিয়ার লিড তাই ৪০৪ রানের। অভিষেকেই ফের ব্যাট হাতে মুগ্ধ করলেন জয়ন্ত যাদব। প্রথম ইনিংসে ৩৫ রানের পর এ বার তাঁর ব্যাট থেকে বেরলো অপরাজিত ২৭। সঙ্গী হিসেবে মহম্মদ শামির ১৯ রানও কম দামি নয়।
সাতসকালেই বেশ ঝাঁঝালো বোলিং করলেন স্টুয়ার্ট ব্রড। ব্রডের আট ওভারের স্পেলে এক বারও মনে হয়নি তিনি পায়ের চোটে কাবু। কম যান না আদিল রশিদও। কোহালির পর এ দিন তাঁর লেগস্পিনের ফাঁদে পড়ে ফিরে যান ঋদ্বিমান সাহা, রবীন্দ্র জাডেজা ও উমেশ যাদব। মূলত তাঁদের জন্য কোহালিদের লিড পাঁচশোর গণ্ডি ছড়ায়নি। তবে ২০৪ রানে মুড়িয়ে গেলেও সাইকোলজিক্যাল অ্যাডভান্টেজ এখন টিম ইন্ডিয়ার।
পঞ্চমদিন পিচ যাই বলুক না কেন, ইংল্যান্ডের পক্ষে এই টার্গেটে পৌঁছনো সহজ হবে না। যখন ভারতের স্পিনাররা রয়েছেন ফর্মের তুঙ্গে। এমন অবস্থায় বাকি আট উইকেট তুলে নিতে পারলেই বাজিমাত ভারতের। সেই লক্ষ্যেই আজ রাতে ঘুমতো যাবে কোহালি অ্যান্ড ব্রিগেড।
আরও পড়ুন