Afghanistan Cricket

Taliban: রশিদদের ক্রিকেট বোর্ডে সরাসরি হস্তক্ষেপ তালিবানের, সরিয়ে দেওয়া হল প্রধানকে

হামিদ জানিয়েছেন, তাঁকে সরিয়ে দেওয়ার জন্য কোনও কারণ দেখানো হয়নি। হামিদকে বলা হয়েছে তাঁর বদলে ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেবেন নাসিব খান।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২১ ২২:৩৮
Share:

ছবি: টুইটার থেকে

আফগান ক্রিকেট বোর্ডের প্রধান হামিদ শিনওয়ারিকে সরিয়ে দিল তালিবান। সোমবার ফেসবুকে নিজেই সেই কথা জানিয়েছেন হামিদ। তালিবান নেতা আনাস হক্কানি তাঁকে চাকরি থেকে বরখাস্ত করেছেন বলে জানিয়েছেন তিনি।

হামিদ জানিয়েছেন, তাঁকে সরিয়ে দেওয়ার জন্য কোনও কারণ দেখানো হয়নি। হামিদকে বলা হয়েছে তাঁর বদলে ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেবেন নাসিব খান।

Advertisement

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের টুইটারেও নাসিব খান প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন বলে জানানো হয়েছে। টুইট করে লেখা হয়, ‘আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান হলেন নাসিব খান। স্নাতকোত্তর ডিগ্রি এবং ক্রিকেট সম্বন্ধে জ্ঞান রয়েছে তাঁর।’

ইতিমধ্যেই আফগান মহিলাদের ক্রিকেট খেলা বন্ধ করে দিয়েছে তালিবান। এর প্রতিবাদে অস্ট্রেলিয়া ছেলেদের দলের বিরুদ্ধে টেস্ট খেলবে না বলে জানিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement