Sports News

চোট মুক্তি, এ বার জাতীয় দলে ফেরার লড়াইয়ে রোহিত-শামি

চোট সারিয়ে ফিরেছেন দু’জনেই। কিন্তু এখনও জাতীয় দলের হারিয়ে যাওয়া জায়গাটা ফিরে পাননি কেউই। আর সেই লক্ষ্যেই ক্রমশ লড়াই চালাচ্ছেন এই দুই তারকা প্লেয়ার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ মার্চ ২০১৭ ১৭:৪৮
Share:

রহিত শর্মা ও সমহম্মদ শামি। ছবি: সংগৃহীত।

চোট সারিয়ে ফিরেছেন দু’জনেই। কিন্তু এখনও জাতীয় দলের হারিয়ে যাওয়া জায়গাটা ফিরে পাননি কেউই। আর সেই লক্ষ্যেই ক্রমশ লড়াই চালাচ্ছেন এই দুই তারকা প্লেয়ার। রোহিত শর্মা যখন ব্যাট হাতে বিজয় হাজারেতে নিজেকে প্রমাণের চেষ্টা চালাচ্ছেন ঠিক তখনই বাংলা দলের সঙ্গে বিজয় হাজারে খেলতে পাড়ি দিয়েছেন মহম্মদ শামি। তাঁর বোলিং এই ভারতীয় দলকে যে অতীতে বার বার সমৃদ্ধ করেছে তা নিয়ে কোনও সংশয় নেই। টিম ম্যানেজমেন্টও চাইছে এই দু’জনকে ফিরে পেতে। তবে ফিরতে হবে প্রমাণ দিয়েই। যে কারণে দু’জনেই বেছে নিয়েছেন বিজয় হাজারে ট্রফিকে।

Advertisement

আরও খবর: স্মিথ-রেনশকে এ ভাবেই মুখ ভেঙালেন ইশান্ত, ভিডিও ভাইরাল

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement