Wayne Rooney

রাশিয়া বিশ্বকাপ, তার পরই অবসর

অনেকদিন ধরেই শুনতে হচ্ছে এ বার অবসরের সময় এসেছে। কিন্তু সে দিকে কান দেননি বিশ্ব ফুটবলের এক সময়ের সেরা স্ট্রাইকার। যে মাঠে নামলেই গোল লেখা থাকত তাঁর নামে। সেই ওয়েন রুনি জানিয়ে দিলেন ২০১৮ বিশ্বকাপই শেষ। এর পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৬ ২৩:৫৭
Share:

ইংল্যান্ড অধিনায়ক ওয়েন রুনি। ছবি: রয়টার্স।

অনেকদিন ধরেই শুনতে হচ্ছে এ বার অবসরের সময় এসেছে। কিন্তু সে দিকে কান দেননি বিশ্ব ফুটবলের এক সময়ের সেরা স্ট্রাইকার। যে মাঠে নামলেই গোল লেখা থাকত তাঁর নামে। সেই ওয়েন রুনি জানিয়ে দিলেন ২০১৮ বিশ্বকাপই শেষ। এর পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন তিনি।

Advertisement

বয়সের সঙ্গে সঙ্গে ফর্মেও জং ধরেছে রুনির। কিন্তু ডেডিকেশনটা সেই একই জায়গায়। এখনও ক্লাব হোক বা জাতীয় দল সেরাটা দেওয়ারই চেষ্টা করেন। বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচের জন্য রুনিকেই অধিনায়ক বেছে নিয়েছেন নতুন ম্যানেজার স্যাম অ্যালারডিস। আগামী রবিবার স্লোভাকিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচে অধিনায়কত্ব করবেন তিনি।

তবে যাই হোক, মানসিকভাবে অবসরের জন্য তৈরি রুনি। রুনি বলেন, ‘‘আমি দলে নির্বাচিত হয়েছি ঠিকই কিন্তু ইউরোর আগেই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। আমি ভাল খেলি বা খারাপ সিদ্ধান্ত থেকে সরব না। কিন্তু আগামী কয়েক সপ্তাহ আমি দেশের হয়ে খেলা ছাড়া আর কিছু ভাবব না।’’

Advertisement

ইংল্যান্ডের হয়ে রেকর্ড ৫৩টি গোল করা রুনি রবিবার খেলে ফেলবেন দেশের হয়ে ১১৬তম ম্যাচ। ৩০ বছরের রুনি বলেন, ‘‘আমার বয়স ৩০। আমি বুড়ো হয়ে যাইনি। কিন্তু এটাই সঠিক সময় আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর। আমি মানসিকভাবে তৈরি। কিন্তু পুরোটাই নির্ভর করছে ম্যানেজারের উপর। ওটাই হবে আমার শেষ টুর্নামেন্ট যদি আমাকে দলে সুযোগ দেওয়া হয়।’’

দলে সুযোগ না পেলেও নিজের ফুটবল নিয়ে গর্বিত রুনি। বলেন, ‘‘এখনও দু’বছর বাকি। ১৬ বছর বয়সে প্রফেশনাল ফুটবল খেলতে শুরু করেছিলাম। আন্তর্জাতিক ফুটবলে শুরু ১৭ বছরে। ১৫ বছর হয়ে গেল। আর আমি মনে করি এটাই সেরা সময় শেষ করার।’’

আরও খবর

মোহনবাগান-টালিগঞ্জ ম্যাচ নিয়ে আইএফএ-তে রিপোর্ট জমা দিল কমিশনার

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement