India vs Malaysia

ফাইনালে দুরন্ত জয়, দশ বছর পর ভারতে ফিরল এশিয়া কাপ

রবিবারের মেগা ফাইনালে মালয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে দিলেন ললিত উপাধ্যায়-হরমনপ্রীত সিংহরা। এ দিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ভারত।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ অক্টোবর ২০১৭ ২১:০৩
Share:

ভারতীয় হকি দল। ছবি: হকি ইন্ডিয়া ফেসবুক সৌজন্যে।

দীর্ঘ দশ বছর পর ফের এক বার এশিয়া কাপ জিতে নিল ভারতীয় পুরুষ হকি দল। রবিবারের মেগা ফাইনালে মালয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে দিলেন ললিত উপাধ্যায়-হরমনপ্রীত সিংহরা। এ দিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ভারত। ম্যাচের তিন মিনিটে এস ভি সুনীলের থেকে বল থেকে দুরন্ত গোল করে ভারতকে এগিয়ে দেন রমনদীপ সিংহ। প্রথম গোল পেয়ে আক্রমণের ঝাঁঝ আরও বাড়িয়ে দেয় ভারত। ম্যাচের ২৯ মিনিটে এসে ভারতের হয়ে ব্যবধান বাড়ান ললিত উপাধ্যায়।

Advertisement

আরও পড়ুন: ঘটি-বাঙাল গুলিয়ে যুবভারতীতে শুরু ব্রাজিল-জার্মানি উত্সব

আরও পড়ুন: অতীতকে সঙ্গে নিয়ে লড়াইটা আসলে ভবিষ্যতের

Advertisement

ম্যাচের ৫০ মিনিটে গোল করে মালয়েশিয়ার হয়ে ব্যবধান কমান শাহিরি শাবা। তবে সেই শেষ। আর গোল করতে পারেনি মালয়েশিয়া।

ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন ভারতের আকাশদীপ সিংহ।

২০০৩ এবং ২০০৭ এর পর এই নিয়ে তৃতীয়বার এশিয়া কাপ জিতল ভারতীয় হকি দল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement