AIFF

I League: ডিসেম্বরে শুরু আই লিগ, ঘোষণা করল ফেডারেশন

এ মরসুমের আই লিগে দলের সংখ্যা বেড়ে যাওয়ায়, ম্যাচের সংখ্যা বাড়তে চলেছে বলে সভায় জানান সুনন্দ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২১ ২১:৪৬
Share:

আই লিগ ট্রফি ফাইল চিত্র

ডিসেম্বরে শুরু হতে চলেছে আই লিগ। শেষ হবে পরের বছর এপ্রিলের প্রথম সপ্তাহে। শুক্রবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভায় এ কথা জানান আই লিগ সিইও সুনন্দ ধর। জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থেকেই হবে এবারের লিগ।

Advertisement

অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে বেঙ্গালুরুতে আই লিগের যোগ্যতা অর্জন পর্বের খেলাগুলি হবে। এ মরসুমেও কলকাতাতেই অনুষ্ঠিত হবে আই লিগের মূল পর্বের খেলা।

এ মরসুমের আই লিগে দলের সংখ্যা বেড়ে যাওয়ায়, ম্যাচের সংখ্যা বাড়তে চলেছে বলে সভায় জানান সুনন্দ। আই লিগ সিইও বলেন, ‘‘এবারের লিগে দলের সংখ্যা বেড়েছে। ১৯টি রাজ্যের মোট ২৯টি দল আই লিগ ও আই লিগের যোগ্যতা অর্জন পর্বে অংশ নিতে চলেছে। ম্যাচের সংখ্যাও বাড়িয়ে দেওয়া হয়েছে।’’

Advertisement

এ মরসুমেই প্রথমবার আই লিগের মূল পর্বে অংশ নিচ্ছে শ্রীনিধি এফসি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন