সুপার লিগ হয়তো কলকাতায়

ফেডারেশন ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্ত বললেন, ‘‘এপ্রিলে ওই লিগ হতে পারে। সেটা কলকাতায় করার সিদ্ধান্ত হয়েছে। কতগুলি দলকে নিয়ে তা হবে সেটা ঠিক করবে আইএসএলের সংগঠকরা।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুন ২০১৭ ০৪:০২
Share:

আই লিগের ক্লাবগুলির ক্ষোভ ধামাচাপা দিতে তাদের দাবি কিছুটা হলেও মেনে নিল ফেডারেশন। তবে সেটা খুবই সামান্য। তাদের বাড়তি সাড়ে তিন কোটির মতো খরচ করা হবে এ বার আই লিগ সংগঠনে। পাশাপাশি এটাও কার্যত ঠিক হল, আইএসএল এবং আই লিগ হওয়ার পর যদি দুই লিগের চারটি করে টিম নিয়ে প্রস্তাবিত চ্যাম্পিয়ন্স লিগ বা সুপার লিগের মতো কোনও টুনার্মেন্ট আদৌ হয় সেটা কলকাতায় হবে।

Advertisement

ফেডারেশন ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্ত বললেন, ‘‘এপ্রিলে ওই লিগ হতে পারে। সেটা কলকাতায় করার সিদ্ধান্ত হয়েছে। কতগুলি দলকে নিয়ে তা হবে সেটা ঠিক করবে আইএসএলের সংগঠকরা।’’ ক্লাবগুলি অবশ্য নতুন লিগ নিয়ে খুব একটা আগ্রহ দেখাচ্ছে না। কারণ ওই লিগ খেললে কতটা আর্থিক লাভ হবে তা নিয়ে তারা সন্দিহান।

আরও পড়ুন: মেক্সিকোকে উড়িয়ে ফাইনালে জার্মানি

Advertisement

বৃহস্পতিবার দিল্লিতে ফেডারেশনের সঙ্গে আই লিগ ক্লাবদের সভায় ঠিক হল, হোটেল ও আসা যাওয়ার জন্য যে ৪৫ লাখ টাকা আগে দেওয়া হত তা বাড়িয়ে ৭০ লাখ টাকা করা হবে। বিপণনের জন্য খরচ করা হবে এক কোটি টাকা।

সঙ্গে টিভি সম্প্রচারও হবে উন্নতমানের। পুরস্কার অর্থ বেড়ে হবে পৌনে দু’কোটি টাকা। নতুন এক বা দু’টো টিমের জন্য বিজ্ঞাপন দেওয়া হবে। সিদ্ধান্ত হল লিগ হবে দশ দলের। আই লিগের খেলা হবে সপ্তাহের শেষ দিকে আইএসএলের সঙ্গেই। শুক্র থেকে রবিবার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন