গোপনে ম্যাচ দেখে গেলেন কোচ খালিদ

আই লিগ টেবলের শীর্ষে আইজল এফসি। কিন্তু খেতাবি লড়াইয়ে তাদের প্রধান বাধা এই মুহূর্তে মোহনবাগান। শনিবার রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে গোপনে সনি নর্দে, কাতসুমি ইউসা-দের দেখে গেলেন আইজল এফসি-র কোচ খালিদ জামিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৭ ০৩:৪৮
Share:

নজরদারি: গ্যালারিতে বসে ম্যাচ দেখলেন আইজল কোচ।

আই লিগ টেবলের শীর্ষে আইজল এফসি। কিন্তু খেতাবি লড়াইয়ে তাদের প্রধান বাধা এই মুহূর্তে মোহনবাগান। শনিবার রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে গোপনে সনি নর্দে, কাতসুমি ইউসা-দের দেখে গেলেন আইজল এফসি-র কোচ খালিদ জামিল।

Advertisement

২২ এপ্রিল ঘরের মাঠে মোহনবাগানের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলবে আইজল। তার আগে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে ম্যাচ। দুই প্রতিপক্ষকে দেখে নিতেই সহকারী কোচকে নিয়ে শনিবার দুপুরে কলকাতায় এসেছেন খালিদ। সন্ধ্যায় রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে গেলেও ভিআইপি বক্সে বসতে রাজি হননি তিনি। গ্যলারি থেকেই দেখলেন বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে মোহনবাগানের দুরন্ত জয়। তবে সনি, কাতসুমি ও ডাফি-র পারফরম্যান্স তাঁর দুশ্চিন্তা আরও বাড়িয়েছে। ম্যাচ শেষ হওয়ার ঠিক আগে থমথম মুখে মাঠ ছাড়েন খালিদ। তিনি বলেছেন, ‘‘আই লিগে সব ম্যাচই কঠিন। মোহনবাগান শক্তিশালী দল। তবে আমরাও লড়াইয়ের জন্য তৈরি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন