Sports News

ঝুলন, মিতালিদের সমর্থনে লর্ডসে অক্ষয় কুমার, দেখুন ভিডিও

শেষ মুহূর্তে হঠাৎই উত্তেজনায় পর পর উইকেট হারিয়ে ম্যাচ হেরেই স্টেডিয়াম ছাড়তে হয়েছে মিতালিদের। যে লর্ডসের গ্যালারিতে আরও একবার তেরঙা ওড়ানোর কথা ছিল মিতালিদের সেটা এ যাত্রায় আর দেখতে পেলেন না অক্ষয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুলাই ২০১৭ ২৩:১৭
Share:

লর্ডসের গ্যালারিতে অক্ষয় কুমার। ছবি: অক্ষয় কুমারের টুইটার।

লর্ডসে খেলা দেখতে ছুটলেন অভিনেতা অক্ষয় কুমার। তাও আবার ট্রেনে। লিডস থেকে যেতে যেতেই ভিডিও টুইটে নিজের উত্তেজনার কথা জানান অক্ষয়। সঙ্গে লর্ডসের গ্যালারিতে ভারতের পতাকা হাত নিজের ছবিও পোস্ট করেন তিনি। যদিও শেষ বেলায় হতাশাই এসেছে ভাগ্যে। হেরে গিয়েছে ভারতের মেয়েরা। শেষ মুহূর্তে হঠাৎই উত্তেজনায় পর পর উইকেট হারিয়ে ম্যাচ হেরেই স্টেডিয়াম ছাড়তে হয়েছে মিতালিদের। যে লর্ডসের গ্যালারিতে আরও একবার তেরঙা ওড়ানোর কথা ছিল মিতালিদের সেটা এ যাত্রায় আর দেখতে পেলেন না অক্ষয়।

Advertisement

আরও খবর: ২০০৫ এর পর ২০১৭, একরাশ হতাশা নিয়ে ফিরছেন মিতালিরা

অক্ষয় ভিডিওতে বলেন, ‘‘আমি উত্তেজিত। এত উত্তেজনা এর আগে কখনও অনুভব করিনি। আমি ট্রেন ধরতে খালি পায়ে দৌঁড়েছি।’’ যদিও প্রথম থেকে ম্যাচ দেখতে পারেননি। কিন্তু ভারতের ব্যাটিং দেখতে পৌঁছে গিয়েছিলেন গ্যালারিতে। টেলিভিশন ক্যামেরাও ধরে ফেলে তাঁকে। এই নিয়ে দ্বিতীয় বিশ্বকাপ ফাইনাল খেলল ভারত। কিন্তু জয় এ বারও অধরা। অক্ষয়ের বিশ্বকাপ জয় দেখা হল না। তা নিয়ে অবশ্য কোনও টুইট তিনি করেননি এখনও।

Advertisement

দেখুন ভিডিও !!

দেখুন ভিডিও

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement