এখনই নেতৃত্ব নিয়ে সিদ্ধান্ত নেবেন না কুক

অধিনায়ক বিরাট কোহালির যখন ‘শুরু’, ইংল্যান্ড ক্যাপ্টেন অ্যালিস্টার কুক তখন শেষের খুব কাছে। চেন্নাই টেস্টটা বাঁচাতে পারলে হয়তো তাঁর সমালোচকদের মুখ বন্ধ করা যেত। কিন্তু ভারতের কাছে ০-৪ সিরিজ হারের পর ‘কুক হঠাও’ দাবি যে আরও জোরালো হবে, নিশ্চিত।

Advertisement
চেন্নাই শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০১৬ ০৩:৩২
Share:

অধিনায়ক বিরাট কোহালির যখন ‘শুরু’, ইংল্যান্ড ক্যাপ্টেন অ্যালিস্টার কুক তখন শেষের খুব কাছে।

Advertisement

চেন্নাই টেস্টটা বাঁচাতে পারলে হয়তো তাঁর সমালোচকদের মুখ বন্ধ করা যেত। কিন্তু ভারতের কাছে ০-৪ সিরিজ হারের পর ‘কুক হঠাও’ দাবি যে আরও জোরালো হবে, নিশ্চিত। ‘‘এখনই অত বড় সিদ্ধান্ত নেওয়ার সময় নয়। প্রথমে বাড়ি ফিরে ক্রিসমাস যতটা পারি উপভোগ করব। জানুয়ারিতে অ্যান্ড্রু স্ট্রসের সঙ্গে কথা বলে ঠিক করব, ইংল্যান্ড ক্রিকেটের জন্য সঠিক সিদ্ধান্তটা কী,’’ বলে কুক যোগ করেছেন, ‘‘আমাকে ভাবতে হবে, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমিই সঠিক লোক কি না। তবে এখন সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য ভুল সময়। এখন আমরা বিধ্বস্ত, এখন বোকার মতো সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারি।’’

ইংল্যান্ডের সামনে এখন বিশেষ টেস্ট ক্রিকেট নেই, তাই কুক আরও সময় নিয়ে নিজের সিদ্ধান্ত নিতে চান। তিনি বলেছেন, ‘‘সামনের সাত মাস কোনও টেস্ট ক্রিকেট নেই। তাই এখন বোকার মতো সিদ্ধান্ত নিয়ে কী হবে? পরে সেটার জন্য হয়তো আফসোস করতে হবে। তিন সপ্তাহের মধ্যে টেস্ট খেলতে হলে না হয় তাড়াতাড়ি একটা কিছু ঠিক করতে হত।’’

Advertisement

ইংরেজ মিডিয়া সরাসরি কুককে এ দিন প্রশ্ন করে, তাঁর নেতৃত্বে টিম অচল হয়ে গিয়েছে কি না। কারণ তাঁর টিমে উন্নতির লক্ষণ বিশেষ দেখা যাচ্ছে না। শুনে কুক বলে দেন, ‘‘হ্যাঁ, এটা আপনাদের বলা অন্যায় কিছু না। এখন আপনারা যা ইচ্ছে তাই বলতে পারেন।’’ সঙ্গে যোগ করেন, ‘‘তবে আমি যদি আবেগে ভেসে সবাইকে গালাগালি দিতে শুরু করি, তা হলে আমার কাজটা করা হবে না। হারলে সমালোচনা হবেই। সেটা নেওয়ার সাহস থাকা উচিত।’’

মুম্বই আর চেন্নাইয়ে পিঠোপিঠি ইনিংসে হেরেছে ইংল্যান্ড। দু’বারই প্রথম ইনিংসে চারশো তুলে। ‘‘আমার মনে হয় না আমরা লড়াই করিনি। সবাই নিজেদের নিংড়ে দিয়েছে। কিন্তু সেটা যথেষ্ট ছিল না। দেশের মাঠে ভারতকে হারানো খুব কঠিন। বিশেষ করে ওরা যদি এ রকম ফর্মে থাকে,’’ বলেছেন কুক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন