Rishabh Pant

শেষ টি২০-র আগে নেটে কেমন ব্যাট করলেন ঋষভ পন্থ, দেখুন ভিডিয়ো

ধর্মশালায় রান পাননি। রবিবার বেঙ্গালুরুতে কি রান পাবেন ঋষভ পন্থ? চাপ ক্রমশ বাড়ছে তাঁর উপর। শনিবার নেটে তাই ঋষভের ব্যাটিয়ের দিকে নজর থাকল মিডিয়ার।

Advertisement

সংবাদ সংস্থা

বেঙ্গালুরু শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৯ ১৩:৫৫
Share:

ঋষভ কি বেঙ্গালুরুতে রান পাবেন? ছবি: পিটিআই।

বেঙ্গালুরুতে রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের শেষ টি-টোয়েন্টি। ১-০ এগিয়ে থাকা ভারতের সামনে সিরিজ দখলের সুযোগ। আবার প্রোটিয়াদের লক্ষ্য সিরিজে সমতা ফেরানো।

Advertisement

আর এই আবহেই ক্রিকেটমহলের নজরে থাকছেন ঋষভ পন্থ। ভারতের উইকেটকিপার-ব্যাটসম্যান মোহালিতে বুধবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে রান পাননি। যে শটে আউট হয়েছিলেন, তা নিয়েও চলছে চর্চা। অনেকেই প্রশ্ন করছেন তাঁর টেম্পারামেন্ট নিয়ে। শট-বাছাইয়েও সন্তুষ্ট নন অনেকে। ব্যাট হাতে দলকে ভরসা দিতে পারছেন না তিনি।

২১ বছর বয়সি অবশ্য উৎসাহিত হতেই পারেন সুনীল গাওস্করের মন্তব্যে। পরের বছর অস্ট্রেলিয়ায় হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপে ঋষভকেই কিপার হিসেবে দেখতে চান কিংবদন্তি ওপেনার। মহেন্দ্র সিংহ ধোনিকে ভুলে এগোনোর ডাক দিয়েছেন গাওস্কর। চাপে থাকা ঋষভকে শুক্রবার জাতীয় দলের অনুশীলনে এসে পরামর্শও দিয়েছেন রাহুল দ্রাবিড়।

Advertisement

আরও পড়ুন: জীবনের শেষ টি-টোয়েন্টিতে রেকর্ড করলেন এই ক্রিকেটার​

আরও পড়ুন: যদি ভবিষ্যৎই হয়, তবে ঋষভকে চাপে ফেলা কেন! বিস্ফোরক কোচ তারক সিনহা​

শনিবার সকালে চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারতীয় দলের নেটে অবশ্য ঋষভকে খুব আক্রমণাত্মক মেজাজে দেখা গেল না। রক্ষণাত্মক শট নিতে বরং দেখা গেল তাঁকে। গড়ানে ড্রাইভও নিলেন তিনি। একেবারেই আক্রমণাত্মক ছিলেন না, তা অবশ্য নন। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে একবার আকাশে বল ওড়ালেনও। টিম ম্যানেজমেন্ট যে তাঁর কাছে আর ‘কেয়ারলেস’ ব্যাটিং চাইছে না, অজানা নয় ঋষভের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন