চক্রান্ত দেখছেন অ্যালভিটো

বারাসতে তাঁর বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছিলেন সমর্থকরা। যার জেরে অভিমানী ইস্টবেঙ্গলের ঘরের ছেলে অ্যালভিটো ডি’কুনহা। বললেন, ‘‘ক্লাব কর্তারা চলে যেতে বললে কালই কলকাতা ছেড়ে গোয়া চলে যাব।

Advertisement
শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০১৬ ০৪:০৪
Share:

বারাসতে তাঁর বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছিলেন সমর্থকরা। যার জেরে অভিমানী ইস্টবেঙ্গলের ঘরের ছেলে অ্যালভিটো ডি’কুনহা। বললেন, ‘‘ক্লাব কর্তারা চলে যেতে বললে কালই কলকাতা ছেড়ে গোয়া চলে যাব।’’ কোচ নিয়ে প্রত্যেক বার বিতর্ক তাঁকে তাড়া করে কেন জানতে চাইলে অ্যালভিটো বলেন, ‘‘ইস্টবেঙ্গলে আমি অতটা শক্তিধর নই যে আমি কোচ তাড়ানোয় কলকাঠি নাড়ব।’’ সঙ্গে তিনি আরও বলেন, ‘‘যে সমর্থকরা বারাসতে বিক্ষোভ দেখাচ্ছেন, তাঁদের কেউ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আমার বিরুদ্ধে চালনা করছেন। এর পিছনে চক্রান্ত রয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement