লড়াইয়ে বাংলাদেশ

রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন কর্নাটকের বিরুদ্ধে তিন দিনের ম্যাচে দ্বিতীয় ইনিংসে লড়ছে বাংলাদেশ ‘এ’। অনামুল হক বিজয়ের ৮৭ বলে ঝোড়ো ৮৯ রানে ভর দিয়ে দ্বিতীয় দিনের শেষে বাংলাদেশ ১৮৮-৩। আট বাউন্ডারি ও পাঁচটি ছক্কার সাহায্যে বাংলাদেশ ইনিংসের ভিত গড়ে দিয়ে বিজয় আউট হন কর্নাটক অফস্পিনার উদিত পটেলের বলে। উদিতের অপর শিকার বাংলাদেশ ‘এ’ অধিনায়ক মোমিনুল হক।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৫ ০৪:১৪
Share:

রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন কর্নাটকের বিরুদ্ধে তিন দিনের ম্যাচে দ্বিতীয় ইনিংসে লড়ছে বাংলাদেশ ‘এ’। অনামুল হক বিজয়ের ৮৭ বলে ঝোড়ো ৮৯ রানে ভর দিয়ে দ্বিতীয় দিনের শেষে বাংলাদেশ ১৮৮-৩। আট বাউন্ডারি ও পাঁচটি ছক্কার সাহায্যে বাংলাদেশ ইনিংসের ভিত গড়ে দিয়ে বিজয় আউট হন কর্নাটক অফস্পিনার উদিত পটেলের বলে। উদিতের অপর শিকার বাংলাদেশ ‘এ’ অধিনায়ক মোমিনুল হক। ৩৭ রানে ক্রিজে লিটনকুমার দাস। প্রথম ইনিংসে বাংলাদেশ ‘এ’-র ১৩৮ রানের জবাবে ২৮৭ তোলে কর্নাটক। সর্বোচ্চ ৮৮ রান শিশির ভাবের। চারটি করে উইকেট নেন বাংলাদেশের শুভগত হোম (৪-৪৫) ও সাকলেন সাজিব (৪-৮৫)। দ্বিতীয় ইনিংসে আপাতত ৫৯ রানের লিড নিয়েছে বাংলাদেশ ‘এ’। হাতে সাত উইকেট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement