Wimbledon

বড় অঘটন উইম্বলডনে, ছিটকে গেলেন মারে

প্রথম সেটে আমেরিকার প্রতিদ্বন্দ্বী কুয়েরিকে ৬-৩ ব্যবধানে উড়িয়ে দেন অ্যান্ডি। কিন্তু এর পর যেন হঠাৎই ছন্দ হারিয়ে ফেলেন দীর্ঘ দিন ধরে শীর্ষ স্থান ধরে রাখা মারে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ জুলাই ২০১৭ ২১:৫১
Share:

বিধ্বস্ত অ্যান্ডি মারে। ছবি: সংগৃহীত

উইম্বলডন থেকে ছিটকে গেলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা অ্যান্ডি মারে। বুধবার কোয়ার্টার ফাইনালে অনামী আমেরিকান টেনিস খেলোয়াড় স্যাম কুয়েরির কাছে হেরে গেলেন চলতি উইম্বলডনের প্রথম বাছাই মারে। পাঁচ সেটের ম্যাচে এ দিন মারের বিপক্ষে খেলার ফল ছিল ৬-৩, ৪-৬, ৭-৬(৭-৪), ১-৬, ১-৬।

Advertisement

কুয়েরির কাছে হেরে গেলেও দিনের শুরুটা কিন্তু ভালই হয়েছিল অ্যান্ডি মারের জন্য। সেন্টার কোর্টে ম্যাচের শুরু থেকেই একচেটিয়া আধিপত্য ছিল মারে সমর্থকদের।

আবার পড়ুন: ভারতীয় দলের বোলিং কোচ জাহিরকে শুভেচ্ছা তাঁর সতীর্থদের

Advertisement

মাঠের বাইরের যখন কোয়ার্টার ফাইনালের লড়াইয়ের জন্য প্রস্তুত মারে অনুগামীরা তখন মাঠের মধ্যে অপ্রতিরোধ্য মারে।

প্রথম সেটে আমেরিকার প্রতিদ্বন্দ্বী কুয়েরিকে ৬-৩ ব্যবধানে উড়িয়ে দেন অ্যান্ডি। কিন্তু এর পর যেন হঠাৎই ছন্দ হারিয়ে ফেলেন দীর্ঘ দিন ধরে শীর্ষ স্থান ধরে রাখা মারে। দ্বিতীয় সেটে ৬-৪ ব্যবধানে হেরে যান মারে। ম্যাচে সমতা ফিরিয়ে আনেন স্যাম কুয়েরি। তৃতীয় সেটে আবারও এক বার দেখা মেলে মারে ধামাকার। ৭-৬ ব্যবধানে তৃতীয় সেট শেষ হওয়ার পর, টাই ব্রেকারে ৭-৪ ব্যবধানে জয়ে ছিনিয়ে নেন এই ব্রিটিশ কিংবদন্তী। এখান থেকে পরের রাউন্ডে যাওয়াটা ছিল মারের কাছে স্রেফ সময়ের অপেক্ষা। মারে সমর্থকরা যখন ধরে নিয়েছেন আর এক সেট জিতে সেমিফাইনালে জায়গা পাকা করে নেবেন তাঁদের প্রিয় তারকা, তখনই ঘটে বিপত্তি।

পর পর দুই সেটে ১-৬, ১-৬ ব্যবধানে হার স্বীকার করতে হয় অ্যান্ডি মারেকে। মারের এই অবিশ্বাস্য হারে অবাক টেনিস বিশ্ব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন