চোট সারেনি, বাধ্য হয়ে সরে দাঁড়ালেন অ্যান্ডি মারে

যুক্তরাষ্ট্র ওপেনে এ বার সবার নজর যাঁর দিকে, তাঁর নাম রজার ফেডেরার। বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামে নামার আগে কিংবদন্তি টেনিস খেলোয়াড় বলেছেন, ‘‘আমার নিজের কাছেই ব্যাপারটা বেশ অবাস্তব লাগছে, যে আমি এক বছরে আবার তিনটে গ্র্যান্ড স্ল্যাম জিততে পারি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৭ ০৪:২১
Share:

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্র ওপেনে খেলতে দেখা যাবে না অ্যান্ডি মারে-কে। বিশ্বের দু’নম্বর খেলোয়াড় চোটের জন্য সরিয়ে নিলেন নিজেকে। শনিবার ভারতীয় সময় গভীর রাতে মারে এই সিদ্ধান্ত নেন। মারে বলেন, ‘‘বছরের বাকি সময়টাও আর খেলব কি না, তা দু’এক দিনের মধ্যেই ঠিক করব।’’

Advertisement

যুক্তরাষ্ট্র ওপেনে এ বার সবার নজর যাঁর দিকে, তাঁর নাম রজার ফেডেরার। বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামে নামার আগে কিংবদন্তি টেনিস খেলোয়াড় বলেছেন, ‘‘আমার নিজের কাছেই ব্যাপারটা বেশ অবাস্তব লাগছে, যে আমি এক বছরে আবার তিনটে গ্র্যান্ড স্ল্যাম জিততে পারি। এই ভাবনাটাই যেন অপার্থিব, অলোকিক। তবে হ্যাঁ, আমি সব রকম ভাবে তৈরি হয়েই যুক্তরাষ্ট্র ওপেনে নামব।’’

তিনি নিজেকে নিয়ে স্বপ্ন দেখতে না চাইলে কী হবে, টেনিসপ্রেমীরা কিন্তু আবার রাজা রজারের হাতেই ট্রফি দেখতে চান। ৩৬ বছর বয়সি ফেডেরারকে নিয়ে তাঁর সাপোর্ট টিমের অন্যতম কোচ সেভেরিন লুথি বলেছেন, ‘‘গত বছর ফেডেরার যে লম্বা বিশ্রামটা নিয়েছিল, সেটা খুব ভাল কাজ দিয়েছে। আমি জানি, ফেডেরার যদি নিজের সেরাটা দিতে প্রস্তুত থাকে, তা হলে কিন্তু ওকে সামলানো সত্যিই কঠিন হবে।’’

Advertisement

নিজের খেলার আগ্রাসী স্টাইল নিয়ে ফেডেরার বলছেন, ‘‘যে ভাবে এখন খেলছি, সেটা খুব ভাল লাগছে। যদি মনে হয় নেটে এগিয়ে যাব, তা হলে যাচ্ছি। নিজেকে গুটিয়ে রাখছি না। এই ব্যাপারটাই আমাকে ভীষণ খুশি করছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন