Anil Kumble

বিরাটের রিসেপশনে কুম্বলে! টুইটারে বিস্ময় সমর্থকদের

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিরাট কোহালি এবং তৎকালীন ভারতীয় কোচ অনিল কুম্বলের সম্পর্ক তিক্ত হলেও বিরাটের রিসেপশনে এসে ক্রিকেট সার্কিটকে চমকে দিয়েছেন কুম্বলে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৭ ১৩:৫৯
Share:

বিরাট কোহালির রিসেপশনে উপস্থিত অনিল কুন্বলে। ছবি: সন্তোষ নাগভেকারের টুইটার সৌজন্যে।

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিরাট কোহালি এবং তৎকালীন ভারতীয় কোচ অনিল কুম্বলের সম্পর্ক তিক্ত হলেও বিরাটের রিসেপশনে এসে ক্রিকেট সার্কিটকে চমকে দিয়েছেন কুম্বলে।

Advertisement

কোহালির রিসেপশনে কুম্বলের ছবি প্রকাশ্যে আসতেই একের পর এক টুইট করতে থাকেন ভারতীয় সমর্থকরা।

অনেকে তো বিশ্বাসই করতে পারেননি এই দৃশ্য।

Advertisement

আরও পড়ুন: বিরুষ্কার রিসেপশনে চমক কুম্বলে

আরও পড়ুন: মেলবোর্নে সেঞ্চুরি করে মেজাজ হারালেন ওয়ার্নার

কুম্বলে রিসেপশনে ছবি দেখা মাত্রই সেটিকে ব্রেকিং নিউজ হিসেবে টুইট করে এক জন লেখেন, “ব্রেকিং নিউজ। অনিল কুম্বলেও উপস্থিত রিসেপশনে।”

কুম্বলেকে আমন্ত্রণ করায় কোহালির প্রশংসা করে এক ভারতীয় সমর্থক লেখেন, “চ্যাম্পিয়ন্স ট্রফির সময় এমন অনেক কিছুই ঘটেছে যেটা হওয়া হয়তো উচিত ছিল না। কিন্তু যাই হোক এটা দেখে ভাল লাগছে যে কোহালি বিয়ের রিসেপশনে কুম্বলেকে আমন্ত্রণ জানিয়েছেন।”

আরও এক জন লেখেন, “কুম্বলে স্যারকে বিরাট কোহালির রিসেপশনে দেখে ভাল লাগছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement