World Athletics Championships

ভারতীয় অ্যাথলেটিক্সে ইতিহাস অনিমেষের, দেশের প্রথম পুরুষ স্প্রিন্টার হিসাবে নামবেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে

চেন্নাইয়ে আন্তঃরাজ্য অ্যাথলেটিক্সে ২০.৬৩ সেকেন্ডে ২০০ মিটার দৌড়ে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জন করেছেন অনিমেষ কুজুর। ২২ বছরের তরুণ এখন দেশের দ্রুততম পুরুষ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২৫ ১৫:৩৮
Share:

অনিমেষ কুজুর। ছবি: এক্স।

ভারতীয় অ্যাথলেটিক্সে ইতিহাস গড়লেন অনিমেষ কুজুর। দেশের প্রথম পুরুষ স্প্রিন্টার হিসাবে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জন করেছেন অনিমেষ। চেন্নাইয়ে আয়োজিত আন্তঃরাজ্য অ্যাথলেটিক্সে ২০.৬৩ সেকেন্ডে ২০০ মিটার দৌড় শেষ করে সোনা জেতার পাশাপাশি এই যোগ্যতা অর্জন করেছেন তিনি।

Advertisement

আগামী সেপ্টেম্বরে জাপানের টোকিয়োয় হবে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করা নিশ্চিত ছত্তীসগঢ়ের ২২ বছরের অ্যাথলিটের। এই মুহূর্তে অনিমেষই ভারতের দ্রুততম পুরুষ। কয়েক মাস আগে গ্রিসে আয়োজিত এক প্রতিযোগিতায় ১০.১৮ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে জাতীয় রেকর্ড গড়েছিলেন। এ বার দেশের প্রথম পুরুষ স্প্রিন্টার হিসাবে দৌড়বেন অ্যাথলেটিক্সের সর্বোচ্চ মঞ্চে। চেন্নাইয়েও নতুন মিট রেকর্ড গড়েছেন বক্সারের বাসিন্দা।

অনিমেষের কোচ মার্টিন ওয়েনস ছাত্রের পারফরম্যান্সে খুশি। ওয়েনস বলেছেন, ‘‘এ বছর অনিমেষের পারফরম্যান্সে আমি খুব খুশি। মরসুমের শুরুতে ১০০ মিটারে জাতীয় রেকর্ড গড়বে, ভাবতে পারিনি। ওটা সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল। এ বার ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেও জায়গা করে নিল। দুর্দান্ত কৃতিত্ব। কঠোর পরিশ্রমের ফল পাচ্ছে অনিমেষ। ব্যক্তিগত রেকর্ড গড়েছে। ভারতের রিলে দলের সদস্য হয়েছে। এ বার টোকিয়ো যাবে। মরসুমটা সত্যিই দারুণ যাচ্ছে ওর। ট্রেনিংয়ের জন্য ওকে নিয়ে সুইৎজারল্যান্ড গিয়েছিলাম। অনিমেষ অনেক উপকৃত হয়েছে।’’

Advertisement

ছাত্রের কৃতিত্বে খুশি হলেও টোকিয়ো থেকে পদকের আশা করছেন না ওয়েনস। বাস্তবের মাটিতে পা রেখে চলতে পছন্দ করেন ওয়েনস। তিনি বলেছেন, ‘‘বিশ্ব পর্যায় পদক জিততে হলে আরও অনেক উন্নতি করতে হবে। কোনও প্রত্যাশা নেই আমার। এ বার অনিমেষের লক্ষ্য থাকবে অভিজ্ঞতা অর্জন। বিশ্বের সেরাদের সঙ্গে লড়াই করার সুযোগ পাবে। তাদের সঙ্গে মেশার সুযোগ পাবে। পরের বার অবশ্যই পদকের জন্য দৌড়বে।’’

টোকিয়োয় অনিমেষ যাতে নিজের সেরাটা দিতে পারেন, সেটা নিশ্চিত করাই এখন লক্ষ্য ওয়েনসের। চেন্নাই মিটের পর এখন বিশ্রামে রাখতে চান ছাত্রকে। ছোটখাট চোট-আঘাত সারিয়ে তোলার সময় দিতে চান। টোকিয়োয় যাওয়ার এক সপ্তাহ আগে আবার অনুশীলন শুরু করবেন অনিমেষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement