BCCI

এশিয়া কাপের আগে চাপে ভারতীয় ক্রিকেট বোর্ড, কেন্দ্রের নিয়মে সরতে পারে দলের স্পনসর

কেন্দ্রীয় সরকারের নতুন আইনের ফলে ভারতীয় ক্রিকেট দলের টাইটেল স্পনসর সংস্থার আয়ের প্রধান উৎস বন্ধ। অন্য সংস্থাগুলো চালু থাকলেও আর্থিক দিক থেকে বড় ধাক্কা খেয়েছে তারা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২৫ ১৪:৪১
Share:

— প্রতিনিধিত্বমূলক ছবি।

এশিয়া কাপের আগে ধাক্কা ভারতীয় ক্রিকেটে। কেন্দ্রীয় সরকারের নতুন আইনের ফাঁসে ভারতীয় দলের প্রধান স্পনসর ‘ড্রিম ইলেভেন’। অনলাইন গেমিং বিলে রাষ্ট্রপতি সই করার পর সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, টাকা বিনিয়োগ করে খেলার সব রকম অনলাইন গেম বন্ধ করে দেওয়া হচ্ছে। তাদের পক্ষে সম্ভবত আর ভারতীয় দলের স্পনসর থাকা সম্ভব হবে না। ভারতীয় ক্রিকেট বোর্ডকেও (বিসিসিআই) নাকি নিজেদের অবস্থান পরিষ্কার করে দিয়েছেন ‘ড্রিম ইলেভেন’ কর্তৃপক্ষ।

Advertisement

ভারতীয় দলের টাইটেল স্পনসর হিসাবে ২০২৩ সালে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল ‘ড্রিম ইলেভেন’। তিন বছরের জন্য ভারতীয় বোর্ডকে ৩৫৮ কোটি টাকা দিয়েছে তারা। কিন্তু কেন্দ্রীয় সরকারের নতুন আইনের ফলে সংস্থার আয়ের প্রধান উৎসই এখন বন্ধ। তাদের মূলত মুনাফা হত রিয়েল মানি ফ্যান্টাসি গেমিং থেকে। ফ্যানকোড, ড্রিম স্পোর্টস ফাউন্ডেশনের মতো অন্য সংস্থাগুলো চালু থাকলেও আর্থিক দিক থেকে বড় ধাক্কা খেয়েছে তারা।

এই পরিস্থিতিতে তাদের পক্ষে ভারতীয় দলকে স্পনসর করা কতটা সম্ভব হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে ক্রিকেট মহলে। বিসিসিআই কর্তারাও খানিকটা উদ্বিগ্ন। বোর্ড সচিব দেবজিৎ শইকিয়া বলেছেন, ‘‘বিষয়টা অনুমোদিত না হলে আমাদের কিছু করার নেই। কেন্দ্রীয় সরকারের প্রতিটা নীতি অনুসরণ করে চলবে বিসিসিআই।’’

Advertisement

২০২৩ সালের জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে প্রথম ভারতীয় দলের জার্সিতে ‘ড্রিম ইলেভেন’-এর লোগো দেখা গিয়েছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে গত টেস্ট সিরিজ়েও শুভমন গিলদের জার্সিতে ছিল এই সংস্থার লোগো। বর্তমান পরিস্থিতিতে ভারতীয় দলকে কোনও টাইটেল স্পনসর ছাড়াই এশিয়া কাপ খেলতে হতে পারে।

বিসিসিআই বা ‘ড্রিম ইলেভেন’ সরকারি ভাবে কিছু জানায়নি। সূত্রের খবর, নতুন স্পনসরের খোঁজ করতে শুরু করেছে বোর্ড। একাধিক সংস্থার সঙ্গে যোগযোগ করেছেন সংশ্লিষ্ট কর্তারা। এশিয়া কাপের আগে কোনও কোনও সংস্থা এগিয়ে না এলে সূর্যকুমার যাদবের দলকে খেলতে হতে পারে টাইটেল স্পনসর ছাড়াই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement