La Liga 2025-26

লা লিগার দ্বিতীয় ম্যাচেই চ্যালেঞ্জের মুখে বার্সেলোনা, শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে জয় ইয়ামালদের

লি লিগায় টানা দু’ম্যাচ জিতল বার্সেলোনা। তবে শনিবার লেভান্তের কাছে হেরেও যেতে পারত হ্যান্সি ফ্লিকের দল। প্রথমার্ধেই ০-২ ব্যবধানে পিছিয়ে পড়েন লামিনে ইয়ামালেরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২৫ ১২:৫৩
Share:

বার্সেলোনা-লেভান্তে ম্যাচে বল দখলের লড়াই। ছবি: এএফপি।

০-২ ব্যবধানে পিছিয়ে পড়েও ৩-২ ফলে ম্যাচ জিতল বার্সেলোনা। মরসুমের দ্বিতীয় ম্যাচে হ্যান্সি ফ্লিকের দল লেভান্তেকে হারাল ইনজুরি টাইমের আত্মঘাতী গোলে। লি লিগায় টানা দু’ম্যাচ জিতল বার্সেলোনা।

Advertisement

শনিবার লা লিগার ম্যাচে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে বার্সেলোনা। ম্যাচের প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল লেভান্তে। ম্যাচের ১৫ মিনিটে লেভান্তের হয়ে গোল করেন ইভান রোমেরো। পিছিয়ে পড়ার পর আক্রমণের গতি বাড়ান বার্সেলোনার ফুটবলারেরা। তাতে বিশেষ লাভ হয়নি। প্রথমার্ধের ইনজুরি টাইমে পেনাল্টি পায় লেভান্তে। বক্সের মধ্যে আলেজান্দ্রো বালদের হাতে বল লাগে। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি হোসে মোরালেস।

বিরতির আগেই ২ গোল খাওয়া বার্সেলোনা দ্বিতীয়ার্ধে আরও আগ্রাসী হয়ে ওঠে। প্ল্যান ‘বি’তে চলে যান ফ্লিক। তাতে মেলে সাফল্য। ৪৯ মিনিটে বক্সের বাইরে থেকে শট নিয়ে ব্যবধান কমান পেদ্রি। এর ৩ মিনিট পরেই ৫২ মিনিটে বার্সেলোনাকে সমতায় ফেরান ফেরান তোরেস। রাফিনিয়ার কর্নার থেকে বল পেয়ে গোল করেন তিনি। তবু ৩ পয়েন্টের জন্য বার্সেলোনাকে অপেক্ষা করতে হল ম্যাচের শেষ মিনিট পর্যন্ত।

Advertisement

তৃতীয় গোলের জন্য মরিয়া হয়ে ওঠেন লামিনে ইয়ামালেরা। কিন্তু লেভান্তের রক্ষণ ভেদ করতে পারছিলেন না বার্সেলোনার ফুটবলারেরা। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে প্রতিপক্ষের বক্সে উঁচু করে বল ভাসিয়ে দেন ইয়ামালে। বল হেড করে বিপন্মুক্ত করতে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন লেভান্তের ডিফেন্ডার উনাই এলগেজ়াবল। এই গোলের সুবাদেই ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। এই প্রথম ইনজুরি টাইমে হওয়া আত্মঘাতী গোলে লা লিগার কোনও ম্যাচে জয় পেল বার্সেলোনা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement