ফ্যানদের বিচারে সেরা গলফার অনির্বাণ লাহিড়ি

হিলটন এশিয়ান ট্যুর গলফার অফ দ্য ইয়ার হলেন ভারতের অনির্বাণ লাহিড়ি। অন লাইন ভোটের মাধ্যমে বেছে নেওয়া হল অনির্বাণকে। ২০১৫ খুব ভাল কেটেছে ভারতীয় এই গলফারের। সাফল্যও এসেছে অনেক। মেব্যাঙ্ক মালয়েশিয়ান, হিরো ইন্ডিয়ান ওপেন জেতেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০১৬ ১৫:৪০
Share:

হিলটন এশিয়ান ট্যুর গলফার অফ দ্য ইয়ার হলেন ভারতের অনির্বাণ লাহিড়ি। অন লাইন ভোটের মাধ্যমে বেছে নেওয়া হল অনির্বাণকে। ২০১৫ খুব ভাল কেটেছে ভারতীয় এই গলফারের। সাফল্যও এসেছে অনেক। মেব্যাঙ্ক মালয়েশিয়ান, হিরো ইন্ডিয়ান ওপেন জেতেন। পিজিএ চ্যাম্পিয়নশিপে যৌথভাবে পঞ্চম হয়েছিলেন তিনি। তিনিই প্রথম ভারতীয় হিসেবে প্রেসিডেন্ট কাপে অংশ নিয়েছিলেন। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ৪০ এ শেষ করেছিলেন গত বছর।

Advertisement

মরশুমের শুরুতে এই সম্মান পেয়ে খুশি অনির্বাণ। বলেন, ‘‘যাঁরা আমাকে ভোট দিয়েছেন তাঁদেরকে ধন্যবাদ। গত বছরটা বেশ ভাল কেটেছে। ‌র‌্যাঙ্কিংয়েও ৫০এর মধ্যে উঠে এসেছি। এটাই ধরে রাখতে চাই। এই সমর্থন পেয়ে যেতে চাই সবার থেকে।’’ এখন অনির্বাণ লাহিড়ির সামনে নতুন বছর। নতুন বছরেও সাফল্য ধরে রাখাই লক্ষ্য তাঁর।

আরও খবর

Advertisement

নজির মৌমার হারলেন সিন্ধু

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement