ধর্মশালায় ভারত-পাক ম্যাচ নিয়ে আশাবাদী অনুরাগ ঠাকুর

সব জল্পনায় অবসান ঘটিয়ে আজ বিসিসিআইয়ের সচিব অনুরাগ ঠাকুর বলে দিলেন টি২০ বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ ১৯ মার্চ ধমর্শালাতেই হচ্ছে। অনুরাগ ঠাকুর বলেন ‘‘গতকাল আমি হিমাচল প্রদেশের বিধানসভায় গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহের সঙ্গে কথা বলি।

Advertisement

স্বপন সরকার

নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৬ ২০:৫৩
Share:

সব জল্পনায় অবসান ঘটিয়ে আজ বিসিসিআইয়ের সচিব অনুরাগ ঠাকুর বলে দিলেন টি২০ বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ ১৯ মার্চ ধমর্শালাতেই হচ্ছে।

Advertisement

অনুরাগ ঠাকুর বলেন ‘‘গতকাল আমি হিমাচল প্রদেশের বিধানসভায় গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহের সঙ্গে কথা বলি। আমি বোঝাই যে এই হাই-প্রোফাইল ম্যাচটি ধমর্শালায় কেন হওয়া উচিৎ। তার কারণ এই ম্যাচের প্রস্তুতি অনেকটাই এখন এগিয়ে গিয়েছে। সেই জন্যই দেশের কথা ভেবে এই ম্যাচটা সুষ্ঠ ভাবে ধমর্শালাতেই হতে দেওয়া উচিত।পাশাপাশি আমি মুখ্যমন্ত্রীকে এটাও বলেছি বিসিসিআইয়ের সদস্যরাও চান ওই ম্যাচটি ধর্মশালাতেই হোক।’’

পাশাপাশি অনুরাগ ঠাকুর এটাও বলেন যে মুখ্যমন্ত্রী ও পুরো হিমাচলের মতোই ভারতীয় নাগরিক হিসাবে আমরা (যারা বোর্ডে আছি)সকলেই প্রাক্তন ভারতীয় সৈনিক ও শহীদদের সম্মান করি। আর বিসিসিআইয়ের তরফে আমরা আপনাকে ভরসা দিতে চাই যে যতদিন না ভারত-পাক সম্পর্ক স্বাভাবিক হচ্ছে ততদিন শুধু হিমাচল প্রদেশেই নয়, ভারতের অন্য কোনও ভারত-পাকিস্থান দ্বিপাক্ষিক সিরিজের ম্যাচ হবে না।’’

Advertisement

এর পাশাপাশি অনুরাগ ঠাকুর এও বলেন যে ‘‘আমরা সকলে মিলেই এখন চেষ্টা করব ভারত-পাকিস্তানের মধ্যে ম্যাচটি যাতে শান্তিপূণর্ভাবে করা যায়। শহরবাসিকেও এই তথ্য জানিয়ে দেওয়া হবে। আর আমি জানি বীরভদ্র সিংহ আমাকে দেওয়া তার কথা রাখবেন।’’

পাশাপাশি অনুরাগ ঠাকুর এই সাংবাদিককে আরও বলেন যে ‘‘আপনার নিশ্চয়ই মনে আছে কার্গিল ঘটনার পরও ধমর্শালায় ভারত-পাকিস্থান ম্যাচ হয়েছিল। আর এবার যদি কোনও কারণে ধমর্শালায় এই ম্যাচটি না হয় তাহলে আইসিসি পরে আর কোনও ম্যাচ ধমর্শালায় হতে দেবে না। আমি আবার বলছি দ্বিপাক্ষিক সিরিজ ও ওয়ার্ল্ড কাপ এক নয়। তাই আমার আশা ভারত-পাক ম্যাচটি ধমর্শালাতেই হচ্ছে।’’

আরও খবর

ধর্মশালায় ম্যাচ করতে দেওয়ার অনুরোধ শ্রীধরের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন