Anushka Sharma

জন্মদিনে বিরাটকে নিয়ে একান্তে সময় কাটালেন অনুষ্কা

ইনস্টাগ্রামে একটি ছবি ও ভিডিয়ো পোস্ট করেছেন বিরাট কোহালি। যেখানে দেখা যাচ্ছে, ঝিলের ধারে দুজনে পাশাপাশি বসে। সূর্য অস্ত যাচ্ছে

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ মে ২০১৯ ১৪:১৩
Share:

অনুষ্কার জন্মদিনে একান্তে সময় কাটালেন দুজনে। ছবি: বিরাট কোহালির ইন্টাগ্রাম থেকে নেওয়া।

নিজের ৩১তম জন্মদিন কী ভাবে কাটালেন অনুষ্কা? স্বামী বিরাটই বা কী সারপ্রাইজ দিলেন, তার দিকে কৌতুহল তৈরি হয়েছিল নেটিজেনদের। শেষ পর্যন্ত সেই রহস্যের সমাধান হল। নিজেই সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে বুঝিয়ে দিলেন স্ত্রীর বিশেষ দিনটিকে কী ভাবে স্পেশাল করে তুলেছেন বিরাট কোহালি

Advertisement

ইনস্টাগ্রামে একটি ছবি ও ভিডিয়ো পোস্ট করেছেন বিরাট কোহালি। যেখানে দেখা যাচ্ছে, ঝিলের ধারে দুজনে পাশাপাশি বসে। সূর্য অস্ত যাচ্ছে। দুজনে পরস্পরের সান্নিধ্য উপভোগ করছেন, গল্প করছেন। ব্যাকগ্রাউন্ডে বাজছে বব মার্লের ‘ইজ দিস লাভ’।

Advertisement

♥️ Credit - @suppeerrgram

A post shared by Virat Kohli (@virat.kohli) on

নিজেদের এই বিশেষ দিনটি সম্পর্কে বিশেষ কিছু জানাতে চাননি বিরুষ্কা। জন্মদিন পালনের এই সময় তাঁদের সঙ্গে বিশেষ কেউ ছিলেন না।

আরও পড়ুন : ভুয়ো নাম ব্যবহার করেছিলেন বিরাট! ফাঁস করলেন অনুষ্কা

আরও পড়ুন : ক্রিকেট ও কোলাহল থেকে দূরে নির্জনে বিরুষ্কার অ্যাডভেঞ্চার

জানা গিয়েছে, সন্ধ্যায় অনুষ্কার প্রিয় পদ ছিল তাঁদের মেনুতে। অনুষ্কার ঘনিষ্ঠদের সূত্রে জানা গিয়েছে এই খবর।

♥️ Credit - @suppeerrgram

A post shared by Virat Kohli (@virat.kohli) on

এমনিতে আইপিএল নিয়ে ব্যস্ত এখন বিরাট কোহালি। বিরাটদের পরের ম্যাচ বেঙ্গালুরুতেই। তবে বুধবার অনুষ্কার জন্মদিন পালন করার জন্য তিনি ছুটি পেয়েছিলেন। সেই ছুটি স্ত্রীর সঙ্গে উপভোগ করলেন। তবে অনুষ্কার জন্মদিন কোথায় তাঁরা সেলিব্রেট করলেন, তা নিয়ে মুখ খোলেননি কেউই। শুধু একান্তে একে অপরের সঙ্গে সময় কাটালেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement