Anushka Sharma

চা নয়, কফিই প্রিয়! ইঞ্জিনিয়ারের দাবি উড়িয়ে বিস্ফোরক অনুষ্কা

সেই পোস্টে অতীতের বহু ঘটনার উল্লেখ করেছেন অনুষ্কা। সত্যিটা তুলে ধরার চেষ্টা করেছেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০১৯ ১৮:৫৯
Share:

কোহালি ও অনুষ্কা। ইঞ্জিনিয়ারের দাবি ওড়ালেন অনুষ্কা। —ফাইল চিত্র।

বিশ্বকাপ চলাকালীন ভারতের নির্বাচকরা অনুষ্কা শর্মাকে চা সরবরাহ করতেই ব্যস্ত ছিলেন। এক সাক্ষাৎকারে এমনটাই বলছেন দেশের প্রাক্তন ক্রিকেটার ফারুখ ইঞ্জিনিয়ার। প্রাক্তন উইকেটকিপারের এ হেন বক্তব্যে ব্যথিত অনুষ্কা নীরবতা ভাঙলেন। টুইটারে দীর্ঘ পোস্ট করে অনুষ্কা লিখেছেন, তাঁর নীরবতাকে অনেকেই দুর্বলতা বলে মনে করে নিচ্ছেন। সেই কারণেই জবাব দেওয়ার দরকার রয়েছে বলেই মনে করেন অনুষ্কা।

Advertisement

সেই পোস্টে অতীতের বহু ঘটনার উল্লেখ করেছেন অনুষ্কা। সত্যিটা তুলে ধরার চেষ্টা করেছেন তিনি। প্রতিটি ক্ষেত্রে তাঁর বিরুদ্ধে যে মিথ্যে খবর পরিবেশিত হয়েছে, সে কথা লেখেন অনুষ্কা। ২০১৫ বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাট কোহালি ফিরে যেতেই ভারতের বিশ্বকাপ-স্বপ্ন শেষ হয়ে যায়। ভারতের হার এবং কোহালির ব্যর্থতার জন্য অনুষ্কাকে দায়ী করা হয়েছিল। সেই সময়ে নিন্দুকদের জবাব দেননি তিনি। কলকাতায় অনুষ্ঠিত এক সাংবাদিক বৈঠকে কোহালি বিস্ফোরণ ঘটিয়েছিলেন অনুষ্কার হয়ে। তখনও অবশ্য দু’ জনের বিয়ে হয়নি।

কোহালি অধিনায়ক হওয়ার পরে খবর ছড়িয়েছিল, দলের রুদ্ধদ্বার টিম মিটিংয়ে উপস্থিত থাকেন অনুষ্কা। এর পরেও চুপ থাকেন পিকে-খ্যাত নায়িকা। লন্ডনে ভারতীয় দূতাবাসে ‘টিম ইন্ডিয়া’র সঙ্গে তাঁর ছবি নিয়ে কম জলঘোলা হয়নি। সেই প্রসঙ্গেও এই পোস্টে নিজের অবস্থান পরিষ্কার করে দেন অনুষ্কা।

Advertisement

আরও পড়ুন: বিশ্বকাপ চলাকালীন অনুষ্কাকে চা এগিয়ে দিতে ব্যস্ত ছিলেন নির্বাচকরা, কটাক্ষ ইঞ্জিনিয়ারের

ফারুক ইঞ্জিনিয়ারের দাবি প্রসঙ্গে অনুষ্কা লেখেন, ‘আমাকে নির্বাচকরা চা এগিয়ে দিতে ব্যস্ত ছিলেন, তা একদমই মিথ্যে। আমি বিশ্বকাপের একটা ম্যাচই দেখতে গিয়েছিলাম। তাও আবার ফ্যামিলি বক্সে বসেছিলাম। নির্বাচকদের বক্সে বসিনি।’ ইঞ্জিনিয়ারের সাক্ষাৎকার প্রসঙ্গে অনুষ্কা আরও লেখেন, ‘সিলেকশন কমিটির যোগ্যতা এবং তাঁদের নিয়ে কোনও বক্তব্য থাকলে আপনি করতেই পারেন। কিন্তু, নিজের বক্তব্যকে প্রমাণ করার জন্য বা তাকে উত্তেজক করার জন্য আমার নাম জড়াবেন না।’ তাঁর দীর্ঘ পোস্টের শেষে অনুষ্কা লিখেছেন, ‘অ্যান্ড ফর দ্য রেকর্ড, আই ড্রিঙ্ক কফি।’ অর্থাৎ চা নয়, কফিই তাঁর প্রিয়।

কিংবদন্তি ক্রিকেটারের দাবি এ ভাবেই ওড়ালেন অনুষ্কা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন