পুরুষদের হকিতে বড়সড় অঘটন ঘটাল আর্জেন্তিনা। তারা প্রথম বার ফাইনালে গেল অলিম্পিক্স হকিতে চার বারের চ্যাম্পিয়ন জার্মানিকে ৫-২ হারিয়ে। বেজিংয়ে যোগ্যতামান না পেরোতে পারলেও লন্ডনে দশম হয়েছিল আর্জেন্তিনা। সেখানে জার্মানি গত দু’বারই অলিম্পিক্স থেকে সোনা নিয়ে দেশে ফিরেছে। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের কাছে ৪-০ হারল অস্ট্রেলিয়াও।