ফিফা র্যাঙ্কিংয়ে দাপট বজায় রইল লিওনেল মেসির আর্জেন্তিনার। বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি আবার বেলজিয়ামকে সরিয়ে উঠে এল দু’নম্বরে। জার্মানির সঙ্গে আর্জেন্তিনার পয়েন্টের পার্থক্য ১৮। এ ছাড়া প্রথম দশে দু’ধাপ এগোল পর্তুগাল (চতুর্থ)। স্পেনও পাঁচ ধাপ এগিয়ে এখন ষষ্ঠ। তবে ব্রাজিল দু’ধাপ পিছিয়ে সাতে। প্রথম পঞ্চাশে সবচেয়ে বড় লাফ নরওয়ের। ৩৫ ধাপ উঠে তারা ৩৪। ১২ ধাপ পিছিয়ে ভারত এখন ১৬৭।