আগ্রহী: আর্জেন্তিনার কোচ হতে চান সাম্পাওলি। —ফাইল চিত্র।
অবশেষে স্পষ্ট ভাবে নিজের মনের কথা জানিয়ে দিলেন সেভিয়া কোচ জর্জ সাম্পাওলি। বলে দিলেন, ‘‘আমার দেশ আর্জেন্তিনা আমাকে জাতীয় দলের কোচ হিসেবে ডাকছে এই স্বপ্ন ছোট থেকে দেখে আসছি। এ বার সেই প্রস্তাব এসেছে।’’
তবে একই সঙ্গে সাম্পাওলি আর্জেন্তিনার মিডিয়ায় তিনি কোচ হিসেবে যে দায়িত্ব নিয়ে ফেলেছেন সে কথা অস্বীকার করেছেন। বলেছেন, ‘‘এই মুহূর্তে আমি আর্জেন্তিনার কোচ নই।’’ তবে সঙ্গে তিনি বলতে ভোলেননি, ‘‘সেভিয়া ছাড়া অন্য কোনও ক্লাবের কোচ হওয়ার কথা মাথায় রাখি না। কেবল আমার দেশ আর্জেন্তিনা কোচ হওয়ার প্রস্তাব দিলে তা অগ্রাহ্য করার সাধ্য আমার নেই। যদি এমন হয় যে দেশের কোচিং করাতে গেলে আর ইউরোপে কোচিং করাতে পারব না, তা হলেএ আমি আর্জেন্তিনার কোচই হতে চাইব।’’
সেভিয়ার সঙ্গে আগামী বছরের জুন পর্যন্ত চুক্তি রয়েছে সাম্পাওলির। আর্জেন্তিনা তাঁকে মেসিদের কোচ করতে চাইলে ১৫ লক্ষ ইউরো দিতে হবে সেভিয়াকে। যা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন সেভিয়া ডিরেক্টর পেপে কাস্ত্রো। যে প্রসঙ্গে সাম্পাওলির মন্তব্য, ‘‘ওটা আমার দেশ আর ক্লাবের দেখার ব্যাপার। আমার হাতে কিছু নেই।’’