ঘুষ নিয়ে সাসপেন্ড বক্সার

জয় ভগবান। অলিম্পিয়ান, গত বছরের অর্জুন জয়ী বক্সার। হরিয়ানার হিসার জেলায় পুলিশ ইন্সপেক্টরের দায়িত্বেও ছিলেন। তাঁর বিরুদ্ধেই উঠল এক লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ।

Advertisement
শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০১৫ ০৩:২৭
Share:

জয় ভগবান। অলিম্পিয়ান, গত বছরের অর্জুন জয়ী বক্সার। হরিয়ানার হিসার জেলায় পুলিশ ইন্সপেক্টরের দায়িত্বেও ছিলেন। তাঁর বিরুদ্ধেই উঠল এক লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ। তিন ব্যক্তির বিরুদ্ধে জুয়া খেলার অভিযোগে তাঁদের আটক করেছিলেন জয় ভগবান। তাঁদের ঘুষ নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে জয় ভগবান ও এক কনস্টেবলের বিরুদ্ধে। প্রাথমিক তদন্তের পর জয় ভগবানকে সাসপেন্ড করা হয়েছে। এ বার নিয়ম অনুযায়ী বাকি তদন্ত করা হবে বলে জানিয়েছেন হিসারের এসপি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement