ওয়েঙ্গারের পাশে গুয়ার্দিওলা

হঠাৎ অপ্রত্যাশিত সমর্থন পেয়ে গেলেন আর্সেন ওয়েঙ্গার। সমর্থনটা এল আবার এমন এক জনের থেকে যিনি নিজেও ওয়েঙ্গারের মতো এ মরসুমে দলের খারাপ পারফরম্যান্সের জন্য প্রবল চাপে আছেন। তিনি— ম্যাঞ্চেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৭ ০৩:৩৯
Share:

হঠাৎ অপ্রত্যাশিত সমর্থন পেয়ে গেলেন আর্সেন ওয়েঙ্গার। সমর্থনটা এল আবার এমন এক জনের থেকে যিনি নিজেও ওয়েঙ্গারের মতো এ মরসুমে দলের খারাপ পারফরম্যান্সের জন্য প্রবল চাপে আছেন। তিনি— ম্যাঞ্চেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলা।

Advertisement

কী বলেছেন স্প্যানিশ কোচ?

আর্সেনাল সমর্থকদের সঙ্গে সম্পর্ক ভাল করার সুযোগ এখনও শেষ হয়ে যায়নি গানার্সদের কোচের। মনে করেন পেপ। ‘‘আর্সেনাল আবার জিততে শুরু করলে সব ঠিক হয়ে যাবে। প্রিমিয়ার লিগে জেতা সোজা নয়। আমি নিশ্চিত এখনও সমর্থকরা ওয়েঙ্গারকে প্রচুর সম্মান করেন। তবে সমর্থকদেরও এটা বুঝতে হবে এখন ফুটবল খুব কঠিন হয়ে গিয়েছে। সব দলই পুরো প্রস্তুতি নিয়ে মাঠে নামে,’’ বলেছেন লিওনেল মেসিদের প্রাক্তন কোচ।

Advertisement

আর্সেনালের এ মরসুমে হতশ্রী পারফরম্যান্সের জন্য বেশ কিছুদিন ধরেই গানার্স সমর্থকরা ওয়েঙ্গারের সরে যাওয়ার দাবি জানাচ্ছিলেন। যে ক্লাবে ফরাসি কোচ প্রায় দু’দশক কোচ হিসেবে আছেন। সম্প্রতি একটি সমীক্ষায় দেখা গিয়েছে ৭৮ শতাংশ আর্সেনাল সমর্থক চান ওয়েঙ্গার চলতি মরসুমের পরে তাঁর চুক্তি শেষ হওয়ার পরে পদ থেকে সরে যান। তবে শোনা যাচ্ছে, ওয়েঙ্গারের চুক্তি আরও দু’বছর বাড়ানোর প্রস্তাব দিয়েছে আর্সেনাল। তাতে সায়ও আছে ওয়েঙ্গারের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন