ইপিএল

বিদায়বেলায় আর্সেনকে জয় উপহার গানার্সদের

শেষ কয়েক মরসুম সাঙঘাতিক বিক্ষোভের মুখে পড়তে হয়েছে ওয়েঙ্গারকে। ক্লাবের চূড়ান্ত হতাশাজনক পারফরম্যান্স মেনে নিতে পারেননি সমর্থকরা। এক সময় তো প্রতি ম্যাচেই গ্যালারিতে ওয়েঙ্গার বিরোধী পোস্টার দেখা গিয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ মে ২০১৮ ১৯:১০
Share:

আর্সেনাল ৫ • বার্নলি ০

Advertisement

আর্সেনালের ঘরের মাঠে শেষ বারের মতো ম্যানেজারের দায়িত্ব পালন করলেন কিংবদন্তি ম্যানেজার আর্সেন ওয়েঙ্গার।

একই ক্লাবে বাইশ বছরের সুদীর্ঘ কোচিং জীবনে শেষ ম্যাচে ফরাসি কোচকে হতাশ করলেন না তাঁর ফুটবলাররাও। বার্নলিকে ৫-০ হারিয়ে হারল আর্সেনাল।

Advertisement

শেষ কয়েক মরসুম সাঙঘাতিক বিক্ষোভের মুখে পড়তে হয়েছে ওয়েঙ্গারকে। ক্লাবের চূড়ান্ত হতাশাজনক পারফরম্যান্স মেনে নিতে পারেননি সমর্থকরা। এক সময় তো প্রতি ম্যাচেই গ্যালারিতে ওয়েঙ্গার বিরোধী পোস্টার দেখা গিয়েছে। সঙ্গে বিদ্রুপ, কটাক্ষ তো ছিলই। অথচ এত কিছুর পরেও সরে যাননি ওয়েঙ্গার। দাঁতে দাঁত চেপে চেষ্টা করেছেন ক্লাবকে অন্ধকার থেকে টেনে তোলার।

মজার ব্যাপার এক সময় চূড়ান্ত ওয়েঙ্গার বিরোধী আর্সেনাল ভক্তরাই রবিবার তাঁকে অসাধারণ অভিবাদন জানালেন। কখনও তাঁরা গান গাইলেন ‘ধন্যবাদ আর্সেন।’ কখনও বা গাওয়া হল ‘আছেন এক জনই। তিনি ওয়েঙ্গার।’ এবং মাঠে দু’দলের ফুটবলাররাই খেলা শুরুর আগে তাঁকে ‘গার্ড অব অনার’ দিলেন।

আপ্লুত ওয়েঙ্গার বললেন, ‘‘আর্সেনালে আমার গল্প শেষ হয়ে গেল। কিন্তু তার মানে এই নয় যে আগামী দিনগুলোতে এখানকার স্মৃতি উপভোগ করব না। বরং উল্টোটাই সত্যি।’’ কিংবদন্তি কোচের বিদায়ী ম্যাচ উপলক্ষ্যে ক্লাবের তরফ থেকে বিশেষ পুস্তিকাও প্রকাশ করা হল। সেখানে লেখা হয়েছে, ‘‘আর্সেন ওয়েঙ্গার আসলে একটা যুগের নাম। আমাদের সমর্থকেরা কোনওদিন যে যুগের কথা ভুলতে পারবেন না।’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন