Aryna Sabalenka

জিতে বাগ্‌দানের ইঙ্গিত সাবালেঙ্কার

কি সেই ইঙ্গিত? বিশ্বের ২৬ নম্বর মার্তা কস্টিউককে ৬-৪, ৬-৩ ফলে হারিয়ে চার বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন বলেন, ‘‘আমার প্রেমিককে ধন্যবাদ। আশা করি, খুব তাড়াতাড়ি তোমায় অন্যকিছু ডাকতে পারব।’’

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ ০৫:৪৮
Share:

সেরা: স্ট্রেট সেটে ব্রিসবেনে জিতে ট্রফি নিয়ে সাবালেঙ্কা। ছবি: রয়টার্স।

বিশ্বের এক নম্বর আরিনা সাবালেঙ্কা নতুন বছর শুরু করলেন ব্রিসবেন ওপেনে ট্রফি জিতে। তবে শুধু খেতাব জিতেই নয়, বেলারুসের তারকা চর্চায় উঠে এলেন জয়ের পরে প্রেমিক জিওর্জিয়োস ফ্র্যাঙ্গুলিসকে নিয়ে একটা ইঙ্গিত দেওয়ায়।

কি সেই ইঙ্গিত? বিশ্বের ২৬ নম্বর মার্তা কস্টিউককে ৬-৪, ৬-৩ ফলে হারিয়ে চার বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন বলেন, ‘‘আমার প্রেমিককে ধন্যবাদ। আশা করি, খুব তাড়াতাড়ি তোমায় অন্যকিছু ডাকতে পারব।’’ যা বলার পরে অনেকেই ধরে নেন, তিনি হয়তো বাগ্‌দানের ইঙ্গিতই করেছেন। কোর্টেও সুখের সময় চলছে ২৭ বছর বয়সি তারকার। এই নিয়ে টানা দ্বিতীয় বার ব্রিসবেনে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ট্যুরে ২২ নম্বর সিঙ্গলস খেতাব জিতলেন। শুধু তাই নয়, গোটা সপ্তাহে তিনি একটিও সেট হারাননি। চ্যাম্পিয়ন হওয়ার পথে হারিয়েছেন ম্যাডিসন কিইজ়, ক্যারোলিনা মুখোভার মতো তারকাকে। যে রকম ছন্দ তিনি দেখিয়েছেন তাতে দু’বারের অস্ট্রেলীয় ওপেন চ্যাম্পিয়নকে এ বারও ফের সেরা হওয়ার দৌড়ে অনেকে এগিয়ে রাখবেন,তাতে সন্দেহ নেই।

অস্ট্রেলিয়ার মাটিতে তাঁর শাসনও বজার রাখলেন সাবালেঙ্কা। শেষ ৪০টি ম্যাচের মধ্যে ৩৮টি জিতেছেন সাবালেঙ্কা অস্ট্রেলিয়ার মাটিতে। ব্রিসবেনে জিতে নিজের টিমকে প্রথমে ধন্যবাদ জানান সাবালেঙ্কা। এ পরেই প্লেয়ার্স বক্সে থাকা ফ্র্যাঙ্গলুলিসকে নিয়ে মন্তব্যটি করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন