রেকর্ড গড়া দুই মেয়ে। লিলি দাস ও স্মৃতি মণ্ডল। —নিজস্ব চিত্র।
আশা রায়ের প্রত্যাবর্তনের দিনে পিছিয়ে পড়লেন সুস্মিতা সিংহ রায়। বহু দিন বাদে ট্র্যাকে নেমে ২০০ মিটারে সোনা জিতলেন আশা। ইস্টার্ন রেল ছেড়ে ইনকাম ট্যাক্সের হয়ে প্রথম নেমে শট পাটে ব্রোঞ্জ পেলেন সুস্মিতা। তাঁর আগে পশ্চিমবঙ্গ পুলিশের স্মৃতিকণা মান্না (প্রথম) ও পায়োনিয়র স্পোর্টস ক্লাবের শুভ্রা ঘোষ (দ্বিতীয়)।
রাজ্য মিটে শুক্রবার দু’টো রেকর্ড হল। অনূর্ধ্ব-১৮ মেয়েদের শট পাটে নদীয়ার সুরভি বিশ্বাসের (১১.৯৬ মিটার) রেকর্ড ভাঙলেন এরিয়ান ক্লাবের স্মৃতি মণ্ডল (১২.৩৭ মিটার)। ১৫০০ মিটার দৌড়ে ঝুমা খাতুনের (৪ মি ৩২.৩ সেকেন্ড) রেকর্ড ভাঙলেন সিটি অ্যাথলেটিক ক্লাবের লিলি দাস। ২০০ মিটার দৌড়ে পদক জিতলেন চন্দন বাড়ুই ও তিয়াশা সমাদ্দার।