Ravichandran Ashwin reached ranked 2

শীর্ষ র‌্যাঙ্কিং দেখতে পাচ্ছেন অশ্বিন

আইসিসি র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এলেন রবিচন্দ্রন অশ্বিন। কানপুর টেস্টে ১০ উইকেটই তাঁকে বুধবার পৌঁছে দিল দু’য়ে। শুধু তাই নয় কলকাতা টেস্টে যদি এই ফর্ম ধরে রাখতে পারেন তা হলে তাঁর শীর্ষে ওঠা কেউই ঠেকাতে পারবে না। এই মুহূর্তে শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৬ ২৩:০২
Share:

রবিচন্দ্রন অশ্বিন। ছবি: এএফপি।

আইসিসি র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এলেন রবিচন্দ্রন অশ্বিন। কানপুর টেস্টে ১০ উইকেটই তাঁকে বুধবার পৌঁছে দিল দু’য়ে। শুধু তাই নয় কলকাতা টেস্টে যদি এই ফর্ম ধরে রাখতে পারেন তা হলে তাঁর শীর্ষে ওঠা কেউই ঠেকাতে পারবে না। এই মুহূর্তে শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন। তৃতীয় স্থানে রয়েছেন জেমস অ্যান্ডারসন। ভারতের রবীন্দ্র জাদেজা রয়েছেন সাত নম্বরে কানপুর টেস্ট জয়ের পিছনে তাঁরও বড় ভূমিকা রয়েছে।

Advertisement

অন্যদিকে অল-রাউন্ডার হিসেবে শীর্ষে পৌঁছে গিয়েছেন অশ্বিন। তাঁর পরই রয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। তৃতীয় ইংল্যান্ডের স্টুয়ার্ট বিনি। ছ’য়ে রয়েছেন রবীন্দ্র জাদেজা। টেস্ট ব্যাটসম্যানের তালিকায় শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়া স্টিভেন স্মিথ। দ্বিতীয় নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। তৃতীয় ইংল্যান্ডের জো রুট। সেরা ১০এ নেই কোনও ভারতীয়। ভারতের অজিঙ্ক রাহানে রয়েছেন ১১ নম্বরে।

আরও খবর

Advertisement

ইডেন, আমি আসছি এক বুক স্বপ্ন নিয়ে: গম্ভীর

অসুর নিধনে দুর্গা মায়ের ভিন্ন রূপ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement