ছয় উইকেট নিয়ে দাপট অশ্বিনের

সাঙ্গকারার শেষ টেস্ট সিরিজ। অধিনায়ক বিরাট কোহলির প্রথম পুর্ণাঙ্গ টেস্ট সিরিজ। এ সবের মধ্যেই আমরা হয়তো ভুলতে বসেছিলাম, এটা রবিচন্দ্রন অশ্বিনেরও প্রথম শ্রীলঙ্কা সফর। টেস্ট, ওয়ান ডে, টি-২০—ক্রিকেটের যে কোনও ফর্ম্যাটেই শেষ কয়েক বছরে ভারতীয় দলের অপরিহার্য সদস্য তিনি। কিন্তু দক্ষিণী এই স্পিনারকে চাপে রাখতেই নাকি দলে নেওয়া হয়েছিল হরভজন সিংহকে। কিন্তু সেই চাপকে হেলায় উড়িয়ে দিয়ে চা পানের বিরতির আগেই দলকে চালকের আসনে বসালেন সেই অশ্বিন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ অগস্ট ২০১৫ ১৬:৫১
Share:

ভাজ্জির অভিনন্দন নায়ক অশ্বিনকে। ছবি: রয়টার্স

সাঙ্গকারার শেষ টেস্ট সিরিজ। অধিনায়ক বিরাট কোহলির প্রথম পুর্ণাঙ্গ টেস্ট সিরিজ। এ সবের মধ্যেই আমরা হয়তো ভুলতে বসেছিলাম, এটা রবিচন্দ্রন অশ্বিনেরও প্রথম শ্রীলঙ্কা সফর। টেস্ট, ওয়ান ডে, টি-২০—ক্রিকেটের যে কোনও ফর্ম্যাটেই শেষ কয়েক বছরে ভারতীয় দলের অপরিহার্য সদস্য তিনি। কিন্তু দক্ষিণী এই স্পিনারকে চাপে রাখতেই নাকি দলে নেওয়া হয়েছিল হরভজন সিংহকে। কিন্তু সেই চাপকে হেলায় উড়িয়ে দিয়ে চা পানের বিরতির আগেই দলকে চালকের আসনে বসালেন সেই অশ্বিন। সাঙ্গকারা, ম্যাথিউস-সহ ছ’টি উইকেট নিয়ে টেস্টের প্রথম দিনেই ব্যাকফুটে পাঠালেন শ্রীলঙ্কাকে। তাঁর দাপটেই মাত্র ১৮৩ রানেই শেষ হয়ে য়ায় শ্রীলঙ্কার প্রথম ইনিংস। শুধু তাই নয়, তাঁর ৬/৪৬, বিদেশের মাটিতে ভারতীয় স্পিনার হিসাবে প্রথম ইনিংসের এটি এখনও পর্যন্ত সেরা পারফরম্যান্স। আর এ দিনের পারফরম্যান্সে টপকালেন সেই ভাজ্জিকেই। এই গলেই যাঁর ১০২ রানে ৬ উইকেট ছিল এত দিনের সেরা।
চলতি বছরটা ভালই যাচ্ছে অশ্বিনের। কেরিয়ারের প্রথম এবং দ্বিতীয় পাঁচ উইকেট এসেছে এ বছরেই। প্রথমটি এসেছিল বাংলাদেশের বিরুদ্ধে এবং দ্বিতীয়টি বুধবার গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচটা জেতা হয়নি বৃষ্টির জন্য। এ বারেও রয়েছে বৃষ্টির ভ্রুকুটি। তবে এ দিনের সেরা ছবিটা দেখা গেল যখন বিরতিতে ভারতীয় শিবির মাঠ ছাড়ছে। নায়ক অশ্বিনকে জড়িয়ে ধরলেন ভাজ্জি। যেন পুরনো সরে গিয়ে জায়গা করে দিল নতুনকে।

Advertisement

এই সংক্রান্ত আরও খবর

Advertisement

অশ্বিনের ৬ উইকেট, ১৮৩তেই গুটিয়ে গেল শ্রীলঙ্কা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement