Sport News

লাইভ: উত্তেজক ফিনিশিং, বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়ে এশিয়া কাপের ট্রফি জিতে নিলেন রোহিতরা

ভারতীয় দলে ঘটল পাঁচ পরিবর্তন। পূর্ণ শক্তিতে নামল টিম ইন্ডিয়া। দলে ফিরলেন রোহিত, ধওয়ন, ভুবি, বুমরা, চহালরা। অন্যদিকে, বাংলাদেশ দলে ঘটল একটি পরিবর্তন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৮ ১৬:৪৯
Share:

শেষ বলে জয় এল ভারতের। ছবি: এপি।

এশিয়া কাপের ফাইনালে শেষ বলে জয় তুলে নিল ভারত।

Advertisement

দুবাইয়ে শুক্রবার পূর্ণশক্তিতেই নামল ভারত। অর্থাত্, আফগানিস্তানের বিরুদ্ধে সুপার ফোরে যে পাঁচজনকে বিশ্রাম দেওয়া হয়েছিল, তাঁরা সবাই ফিরলেন দলে।

অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে প্রথম এগারোয় এলেন শিখর ধওয়ন, ভুবনেশ্বর কুমার, জশপ্রীত বুমরা ও যুজভেন্দ্র চাহাল। বাদ পড়লেন লোকেশ রাহুল, মণীশ পাণ্ডে, খলিল আহমেদ, সিদ্ধার্থ কউল ও দীপক চাহার। পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের যে দল খেলেছিল, তাতে একটি পরিবর্তন ঘটেছে। মোমিনুল হক এসেছেন নাজমুল ইসলামের জায়গায়।

Advertisement

ভারতীয় দলে আছেন: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধওয়ন, অম্বাতি রায়ুডু, দীনেশ কার্তিক, মহেন্দ্র সিংহ ধোনি (উইকেটকিপার), কেদার যাদব, রবীন্দ্র জাডেজা, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, যুজভেন্দ্র চহাল, যশপ্রীত বুমরা।

আরও পড়ুন: খলিল কি আজ ভারত-পাকিস্তান মহারণের নায়ক হয়ে উঠবেন?​

আরও পড়ুন: সকাল থেকে এশিয়া কাপ জেতার স্বপ্নে বিভোর বাংলাদেশ​

• কেদার যাদবের ব্যাট থেকে এল ভারতের জয়ের রান।

• ১ বলে ভারতের প্রয়োজন ১ রান।

• ২ বলে ভারতের প্রয়োজন ২ রান।

• ৩ বলে ভারতের প্রয়োজন ২ রান।

• কুলদীপের ২ রান।

• ৪ বলে ভারতের প্রয়োজন ৪ রান।

• ৫ বলে ভারতের প্রয়োজন ৫ রান।

• শেষ ওভারে জয়ের জন্য ভারতের প্রয়োজন ৬ রান।

• ব্যাট করছেন কুলদীব যাদব এবং কেদার যাদব।

• ১১ বলে ভারতের প্রয়োজন ৯ রান।

• ৩১ বলে ২১ রান করে ফিরলেন ভুবি।

• আউট! ভুবনেশ্বর কুমারকে ফেরালেন মুস্তাফিজুর।

• ১২ বলে ভারতের প্রয়োজন ৯ রান।

• ১৬ বলে ভারতের প্রয়োজন ১১ রান।

• ৩৩ বলে ২৩ রান জাডেজার।

• আউট! রুবেলের বলে আউট উইকেট রক্ষককে ক্যাচ দিয়ে ফিরছেন জাডেজা।

• ২৪ বলে ভারতের প্রয়োজন ১৮ রান।

• ২৭ বলে ভারতের প্রয়োজন ২০ রান।

• ছয় এল ভুবনেশ্বর কুমারের ব্যাট থেকে।

• ৩০ বলে ভারতের প্রয়োজন ২৬ রান।

• চার এল জাডেজার ব্যাট থেকে।

• আহত হয়ে মাঠের বাইরে চলে গেলে কেদার যাদব। ব্যাট করতে এলেন ভুবনেশ্বর কুমার।

• ভারতের রান ১৬২-৫।

• ব্যাট করতে এলেন রবীন্দ্র জাডেজা।

• ৬৭ বলে ৩৭ রান করে প্যাভিলিয়নে ফিরলেন ধোনি।

• আউট! মুস্তাফিজুরের বলে আউট হলেন ধোনি।

• খানিক ক্ষণ শুশ্রূষার পর ফের ব্যাট শুরু কেদারের।

• পায়ের পেশীতে টান লাগল কোদার যাদবের।

• জয়ের জন্য ভারতের প্রয়োজন ১১৩ বলে ৮৪ রান।

• ৩০.৪ ওভারে ভারতের রান ১৩৭-৪।

• ৬১ বলে ৩৭ রান করে মাহমুদ্দুলার বলে আউট হলে কার্তিক।

• আউট! ফুলটস বল মিস করে আউট কার্তিক।

• ৩০ ওভারের শেষে ভারতের রান ১৩৫-৩।

• ৫৭ বলে ৩৭ করে অপরাজিত কার্তিক।

• ৪৩ বলে ২৮ রান করে অপরাজিত ধোনি।

• সিঙ্গলস এবং চার মেরে স্কোরবোর্ড সচল রাখছেন ধোনি। যোগ্য সঙ্গত কার্তিকের।

• কভার দিয়ে চার ধোনির।

• ব্যাট করতে এলেন এমএস ধোনি।

• ৪৮ রান করে ফিরলেন রোহিত শর্মা।

• ভারতের রান ৮৩-৩।

• আউট!! রুবেলের বলে ডিপ স্কোয়্যার লেগে নাজমুল ইসলামের হাতে ক্যাচ তুলে দিলেন রোহিত।

• ১৫ ওভারের পর ভারতের রান ৭৯-২।

• অন্য দিকে ১৯ বলে ১৩ রান করে অপরাজিত রয়েছেন দীনেশ।

• ৫০ বলে রোহিতের ৪৭ রান করে অপরাজিত রোহিত।

• রান আউট হতে হতে কোন রকমে বেঁচে গেলেন রোহিত শর্মা।

• ভারতের রান রেট ৫.৫৭। আস্কিং রান রেট ৪.০১।

• ১৫তম ওভারের শুরুতেই রুবেলের বলে ছয় রোহিতের।

• ১৪ ওভারের শেষে ভারতের রান ৭৩-২।

• ১২ ওভারের শেষে ভারতের রান ৬৩-২।

• অন্য দিকে ৩ রান করে অপরাজিত দীনেশ।

• ৩৯ বলে ৩৮ রান করে অপরাজিত রোহিত।

• ১০ ওভারে ভারতের রান ৫৭-২।

• মাশরাফির বলে চার মারলেন রোহিত।

• বল করছেন মাশরাফি।

• ৯ ওভারে ভারতের রান ৫২-২।

• ব্যাট করতে এলেন দীনেশ কার্তিক।

• ৭.৩ ওভারে ভারতের রান ৪৬-২।

• মাত্র ২ রান করে মাসরাফির বলে প্যাভিলিয়নে ফিরে গেলেন রায়ডু।

• আউট’! এ বার উইকেটরক্ষকের হাতে ক্যাচ তুলে আউট হলেন অম্বাতি রায়ডু।

• ফের ছয় রোহিতের। এ বার বোলার নাজমুল।

• ৪.৪ ওভারে ভারতের রান ৩৫-১।

• ব্যাট করতে এলেন অম্বাতি রায়ডু।

• ১৪ বলে ১৫ রান করে প্যাভিলিয়নে শিখর।

• আউট! নাজমুলের বলে সৌম্য সরকারের হাতে ক্যাচ তুলে আউট হলেন শিখর।

• এ বার চার এল শিখরের ব্যাট থেকে।

• চতুর্থ ওভারে নাজমুল ইসলামের প্রথম বলেই ছয় রোহিতের।

• ৩ ওভারের পর ভারতের রান ২৪-০।

• মুস্তাফিজুরের বলে চার শিখরের।

• রোহিতের বিরুদ্ধে এলবিডব্লিউ আউটের আবেদন। তবে বল লেগ স্টাম্পের বাইরে যাওয়ায় তা নাকচ করে দিলেন আম্পায়ার।

• ৭.২ রান রেটে এগোচ্ছে ভারত।

• দ্বিতীয় ওভারে বল হাতে এলেন মুস্তাফিজুর রহমান।

• প্রথম ওভারের শেষে ভারতের রান ৫-০।

• বল হাতে এলেন মেহেদি হাসান।

• ভারতের হয়ে ওপেন করছেন রোহিত শর্মা এবং শিখর ধওয়ন।

• শুরু হল ভারতের ইনিংস। জয়ের জন্য ভারতের প্রয়োজন ২২৩।

• ৪৮.২ ওভারে ২২ রানে শেষ বাংলাদেশ।

• বুমরার বলে বোল্ড আউট রুবেল হোসেইন।

• ৩২ রান করে রান আউট সৌম্য সরকার। বাংলাদেশ ২২২-৯।

• ক্রিজে এলেন মুস্তাফিজুর।

• আউট নাজমুল ইসলাম। বাংলাদেশ ২১৩-৮।

• ৪৫ ওভারের পর ৭ উইকেট হারিয়ে ২০২ রান বাংলাদেশের।

• ৭ করে আউট মোর্তাজা। ক্রিজে এলেন নাজমুল ইসলাম।

উইকেট শিকারের উল্লাস। —ফাইল চিত্র।

• ক্রিজে এলেন মাশরফি মোর্তাজা।

• ১১৬ বলে ১২১ রান করে আউট লিটন দাস। বাংলাদেশ ১৮৮-৬।

• ৪০ ওভারের পর ৫ উইকেট হারিয়ে ১৮০ রান বাংলাদেশের। ক্রিজে লিটন দাস ১১৯, সৌম্য সরকার ১৮।

• ৩৫ ওভারের পর ৫ উইকেট হারিয়ে ১৬০ রান বাংলাদেশের।

• ৪ রান করে কুলদীপ যাদবের বলে ক্যাচ আউট মেহমাদুল্লা। ক্যাচ নিয়েছেন যশপ্রীত বুমরা।

• ৩০ ওভারের পর ৪ উইকেট হারিয়ে ১৪৭ রান বাংলাদেশের।

• ৮৭ বলে শতরান লিটন দাসের।

• ২ রান করে রান আউট মহম্মদ মিঠুন।

• আউট মুশফিকুর।

• ২৫ ওভারে পর ২ উইকেট হারিয়ে ১৩৩ রান বাংলাদেশের।

• ক্রিজে এলেন মুশফিকুর রহিম।

• ১১ বলে ২ রান করে যুজভেন্দ্র চহালের বলে এলবিডব্লিউ ইমরুল কায়েস।

• ক্রিজে নামলেন ইমরুল কায়েস।

• ৫৯ বলে ৩২ রান করে কেদার যাদবের বলে ক্যাচ আউট মেহদি হাসান। ক্যাচ নিয়েছেন অম্বাতি রায়ুডু।

• ২০ ওভারের পর বিনা উইকেটে ১১৬ রান বাংলাদেশের।

• ১৭.৫ ওভারে বিনা উইকেটে ১০২ রান তুলল বাংলাদেশ।লিটন ৭৩ (৫৬), মেহেদি ২৭ (৫২)।

• ১৫ ওভারে বিনা উইকেটে ৮৬ রান বাংলাদেশের।

• অর্ধ শতক করলেন লিটন দাস। ৩৩ বলে ৫২ রান তুলেছেন।

• ১০ ওভারের পর বিনা উইকেটে ৬৭ রান তুলল বাংলাদেশ।

• ৭.৪ ওভারে বিনা উইকেটে ৫০ রান বাংলাদেশের।

• পাঁচ ওভারের পর বিনা উইকেটে ৩৩ রান তুলল বাংলাদেশ।

• দুই ওভারের পর বাংলাদেশ বিনা উইকেটে তুলেছে ৮ রান।

• বাংলাদেশের হয়ে ওপেন করছেন মেহেদি হাসান ও লিটন দাস।

• ভারতের হয়ে প্রথম ওভার করছেন ভুবনেশ্বর কুমার।

• শুরু হতে চলেছে ফাইনাল। শেষ হল দুই দলের জাতীয় সঙ্গীত।

এশিয়া কাপে ভারত এখনও পর্যন্ত অপরাজিত। আফগানিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের শেষ ম্যাচে টাই বাদ দিলে রোহিতরা জিতেছেন সব ম্যাচ। অন্যদিকে, বাংলাদেশ হেরেছে শুধু ভারতের কাছেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন