Cricket

আঙুল ফুলে রয়েছে, ব্যথা কমানোর ওষুধ খেয়ে নামছেন মাশরফি

বুধবার পাকিস্তানের ব্যাটিংয়ের সময় শোয়েব মালিকের ক্যাচ মিড উইকেটে সুপারম্যানের মতো উড়ে গিয়ে নেওয়ার সময়ই লেগেছিল চোট। আঙুল ফুলে রয়েছে মাশরফির।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৮ ১০:৪৫
Share:

মাশরফি কি কাপ দেখতে পাচ্ছেন? ছবি: এএফপি।

বুধবার সুপার ফোরের কার্যত ‘সেমিফাইনাল’ হয়ে ওঠা ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের মধ্যেও মিশে ছিল অস্বস্তি। চোট পেয়েছিলেন অধিনায়ক মাশরফি মুর্তাজা। আর সেই চোট নিয়েই শুক্রবার ফাইনালে ভারতের বিরুদ্ধে নামবেন তিনি।

Advertisement

পাকিস্তান ব্যাটিংয়ের সময় শোয়েব মালিকের ক্যাচ মিড উইকেটে সুপারম্যানের মতো উড়ে গিয়ে এক ক্যাচ নেওয়ার সময়ই লেগেছিল চোট। আপাতদৃষ্টিতে এমন ক্যাচে চোখ জুড়িয়ে গেলেও এর সঙ্গে জুড়ে আছে তাই মাশরফির অস্ফুট বেদনা। দুর্দান্ত সেই ক্যাচে চোট পেয়েও তিনি অবশ্য পরিচর্যা নিয়ে থেকেছেন মাঠে। ব্যথায় তাঁর অস্বস্তিতে ভোগার দৃশ্যটি অবশ্য চোখ এড়ায়নি কারওর।

সেই ব্যথা নিয়েই এশিয়া কাপের ফাইনালে খেলবেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। ইতিমধ্যে চোটের তালিকা দীর্ঘ হয়েছে। ভারতের বিপক্ষে সাকিব-তামিমহীন অবস্থায় ফাইনালে নামতে তাই বদ্ধপরিকর ডানহাতি পেসার।

Advertisement

আরও পড়ুন: ‘ভাঙা হাতে তামিম যখন ব্যাট করেছে, তখনই এশিয়া কাপ জিতে গিয়েছি’​

আরও পড়ুন: বাংলার বাঘেদের বিরুদ্ধে কেমন দল নামাতে পারে ভারত

সলে মাশরফি যেন এক পরশ পাথর। তাঁর নেতৃত্বেই বাংলাদেশ একের পর এক সাফল্য পাচ্ছে। বুধবার পাকিস্তানকে হারিয়ে আর একটি ফাইনালে ওঠা যার শেষ উদাহরণ। গুরুত্বপূর্ণ সময়ে শোয়েব মালিকের সেই ক্যাচ অবিশ্বাস্য ভাবে না নিলে হয়তো ফাইনালেই যাওয়া হতো না টাইগারদের

পাকিস্তানের বিরুদ্ধে তিন বিভাগেই আলো ছড়িয়েছেন তিনি। ইনিংসের শেষ দিকে ব্যাট হাতে ১৩ রানের কার্যকর ইনিংসের পর বল হাতেও ছিলেন ঠিকঠাক। উইকেটশূন্য ছিলেনও সাত ওভারে মেডেনসহ গড়ে ৪.৭৫ রান দিয়েছেন।

তবে সব ছাপিয়ে দারুণ এক ক্যাচে ম্যাচের মহানায়ক হয়ে উঠেন তিনি। এই ক্যাচে অবশ্য মাশরফি ডান হাতের কড়ে আঙুলে চোট পেয়েছেন। ফাইনালের আগের দিনও আঙুলে ব্যথা অনুভব করছেন তিনি। আঙুল ফুলেও রয়েছে। টিম হোটেলে আঙুলে ব্যান্ডেজ বাঁধা অবস্থাতেই দেখা গিয়েছে তাঁকে।

কী ভাবে আঙুলে চোট পেয়েছেন মাশরফি, দেখুন ভিডিয়ো

ফাইনালে ভারতের বিপক্ষে ব্যথা কমানোর ওষুধ নিয়েই নামবেন। তবে চোটের অবস্থা ঠিক কী, তা জানতে চাইছেন না। এক্স-রে করেননি। স্ক্যান কিংবা এক্স-রে করালে মনের মধ্যে প্রভাব পড়বে বলেই মাশরফির এমন সিদ্ধান্ত। মাশরফির কথায়, ‘ক্যাচটি বাঁ-হাতে জমে যাওয়ার আগে ডান হাতের আঙুলে লাগে। এ কারণেই ব্যথা পেয়েছি। আঙুল দেখে ফিজিয়ো বলেছেন, ছোট-খাট চিড় থাকতে পারে। স্ক্যান করালে হয়ত তা বোঝা যাবে। তবে এই মুহূর্তে আমি এটা নিয়ে ভাবছি না। ফাইনাল খেলতে হবে। আপাতত মাথায় এটাই রাখছি।’

(লেখা সৌজন্যে বাংলা ট্রিবিউন)

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল , টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন