Asian Games

Asian Games 2023: করোনার জন্য স্থগিত হয়ে যাওয়া এশিয়ান গেমস হবে চিনেই

শিয়ান গেমস শুরু হওয়ার কথা ছিল এ বছর ১০ সেপ্টেম্বর থেকে। কিন্তু করোনার কারণে তা স্থগিত করে দেওয়া হয়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৯ জুলাই ২০২২ ২০:০৫
Share:

—ফাইল চিত্র

করোনার জন্য এ বছরের এশিয়ান গেমস পিছিয়ে দেওয়া হয়েছিল। পরের বছর হবে এশিয়ান গেমস। চিনের হ্যাংঝৌ শহরে গেমস। মঙ্গলবার জানিয়ে দিল এশিয়ার অলিম্পিক্স কাউন্সিল (ওসিএ)।

Advertisement

১৯তম এশিয়ান গেমস শুরু হওয়ার কথা ছিল এ বছর ১০ সেপ্টেম্বর থেকে। কিন্তু ৬ মে জানিয়ে দেওয়া হয় যে এ বছর এশিয়ান গেমস স্থগিত রাখা হচ্ছে। চিনে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ওসিএ-র তরফে বলা হয়, ‘শেষ দু’মাস ধরে চিনের অলিম্পিক্স কমিটির সঙ্গে কথা হচ্ছে। অন্য প্রতিযোগিতার সঙ্গে যাতে গেমসের সময় এক না হয়ে যায় সেই নিয়ে আলোচনা করা হয়।’ ২০২৩ সালে ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়ান গেমস। চলবে ৮ অক্টোবর পর্যন্ত।

এশিয়ান গেমসে প্রায় ১০ হাজার প্রতিযোগী খেলবে বলে মনে করা হচ্ছে। এশিয়ান গেমসকে সফল করে তুলতে সব রকম চেষ্টা করবে বলে জানিয়েছে হ্যাংঝৌ অলিম্পিক্স কমিটি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন