কোচ মলিনার বদলি খুঁজতে নামল এটিকে

শুক্রবার মাদ্রিদ থেকে ফোনে মলিনা বলে দিলেন, ‘‘আমার এ বার আর কলকাতায় গিয়ে হয়তো কোচিং করানো হবে না। শুনেছি, অন্য কোনও ক্লাবে কোচিং করাতে পাঠানো হবে আমাকে।

Advertisement

রতন চক্রবর্তী

শেষ আপডেট: ২৪ জুন ২০১৭ ০৪:৩৯
Share:

ধাক্কা: এটিকে-র কোচ আর থাকছেন না মলিনা। ফাইল চিত্র

আতলেতিকো দে কলকাতাকে গত মরসুমে আইএসএলে চ্যাম্পিয়ন করা কোচ হোসে মলিনা আর ফিরছেন না কলকাতায়।

Advertisement

শুক্রবার মাদ্রিদ থেকে ফোনে মলিনা বলে দিলেন, ‘‘আমার এ বার আর কলকাতায় গিয়ে হয়তো কোচিং করানো হবে না। শুনেছি, অন্য কোনও ক্লাবে কোচিং করাতে পাঠানো হবে আমাকে। এখনও সে রকমই ঠিক হয়ে আছে।’’ মলিনা না বললেও মাদ্রিদের খবর, স্প্যানিশ কোচ যেতে পারেন চিনের লিগে খেলা একটি ক্লাবে। কলকাতার মতোই চিনের ওই ক্লাবটির সঙ্গে যুক্ত আছে আতলেতিকো দে মাদ্রিদ।

মলিনাকে আর পাওয়া যাবে না ধরে নিয়েই ইতিমধ্যেই ইন্ডিয়ান সুপার লিগে চতুর্থ সংস্করণের জন্য নতুন কোচের সন্ধানে নেমে পড়েছেন এটিকে কর্তারা। এখনও পর্যন্ত যা খবর তাতে ইপিএলের কোনও ক্লাবের কোচকে এ বার দেখা যেতে পারে কলকাতার জার্সিতে।

Advertisement

মোট আট জন কোচের জীবনপঞ্জী নিয়ে এখন এটিকে কর্তারা আলোচনা চালাচ্ছেন। জানা গিয়েছে, ওই কোচেরা ম্যান ইউনাইটেড, চেলসি, আর্সেনাল, লিভারপুল, টটেনহ্যাম হটস্পারের মতো টিমের সঙ্গে যুক্ত। তবে তাঁরা কেউই প্রিমিয়ার লিগের প্রথম ডিভিশনের কোচ নন। ই পি এলের ক্লাবগুলির দ্বিতীয় বা তৃতীয় দলের কোচিং করানো কোচেদের এজেন্টের সঙ্গেই কথা চলছে এটিকে কর্তাদের। কলকাতার কর্তারা চাইছেন, টিম গঠনের আগেই কোচ নির্বাচিত করে ফেলতে। যাতে ফুটবলার নির্বাচনের ক্ষেত্রে তাঁর মতামত নেওয়া যায়।

আরও পড়ুন: ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ভারতীয় শিবিরে কে হানা দিলেন

গত তিন বছরে আইএসএলে চোখ ধাঁধানো সাফল্য রয়েছে এটিকে-র। দু’বার চ্যাম্পিয়ন এবং একবার রার্নাস। যা টুনার্মেন্টের আট টিমের কারও নেই। কিন্তু চমকপ্রদ বিষয় হল এই ট্র্যাক রেকর্ড সত্ত্বেও প্রথম দু’বছর কোচিং করানো আন্তোনিও লোপেজ হাবাস নিজেই বড় অঙ্কের টাকার প্রস্তাব লুফে নিয়ে চলে গিয়েছিলেন পুণে সিটি এফ সি-তে। মলিনার চলে যাওয়ার বিষয়টি অবশ্য অন্য। তাঁকে কলকাতায় পাঠাচ্ছে না তাঁর মাদ্রিদের ক্লাব-ই। খোঁজ নিয়ে জানা গিয়েছে, পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে মলিনা নয় আতলেতিকো মাদ্রিদের সঙ্গেই হয়তো এ বার আর গাঁটছড়া-ই থাকছে না কলকাতার।

সূত্রের খবর, মাদ্রিদের সঙ্গে তিন বছরের চুক্তি ছিল কলকাতার। সেটা গত বছরই শেষ হয়েছে। ঠিক ছিল, চুক্তি শেষ হওয়ার পর ফের নতুন করে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু শুক্রবার পর্যন্ত যা খবর তাতে সেই চুক্তি নবীকরণ হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। জানা গিয়েছে, কলকাতার সঙ্গে নানা বিষয়ে মত পার্থক্য তৈরি হয়েছে মাদ্রিদ কর্তাদের। এর মধ্যে প্রধান কারণ তারা কিছুতেই তিনেক বদলে পাঁচ মাসের নতুন আইএসএল ফরম্যাটে কোচ ও ফুটবলার পাঠাতে আগ্রহী নন। তাতে না কি খরচ অনেক বেড়ে যাচ্ছে।

শুধু তাই নয়, মাদ্রিদে এক মাসের প্রি সিজন অনুশীলনে পরিকাঠামো থেকে খাওয়া-থাকা সব বন্দোবস্তই করতে হয় এটিএম-কে। এত টাকা খরচ করেও তিন বছরে মাদ্রিদের ক্লাবটির কোনও লাভ হয়নি। মাদ্রিদের ক্লাব কলকাতাকে ছেড়ে গেলে ইংলিশ প্রিমিয়ার লিগের কোনও ক্লাবের সঙ্গে নতুন গাঁটছাড়া বাঁধতে পারে কলকাতা। আলোচনাও কিছুটা এগিয়েছে বলে খবর। কিন্তু ক্লাবটির নাম এই মহূর্তে জানাতে চাইছেন না এটিকে কর্তারা। কারণ এখনও পর্যন্ত ‘চুক্তি ভেঙে বেরিয়ে যাচ্ছি’ সরকারিভাবে এরকম কোনও ই মেল আসেনি মাদ্রিদ থেকে। এটিকের সঙ্গে যুক্ত এক কর্তা বললেন, ‘‘গত বছরই তো ওঁরা চুক্তি ভাঙতে চেয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে সব মিটে যায়। তাই আমরা অপেক্ষা করছি। অগস্টের প্রথম সপ্তাহে সব চূড়ান্ত হয়ে যাবে। কিন্তু মলিনা যে আর আসছেন না এটা মোটামুটি পাকা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন