এ বার জোড়া স্প্যানিশ সই করাল এটিকে

ইয়ান হিউমের পর এ বার জোড়া স্প্যানিশ ফুটবলারকে নিজেদের শিবিরে তুলে নিল আটলেটিকো দে কলকাতা। বৃহস্পতিবার গত আইএসএলের চ্যাম্পিয়নরা সই করাল জেমি গাভিলান মার্তিনেজ এবং ডিফেন্ডার হোসে লুইজ এস্পিনোজা আরোয়োকে। অতীতে গেতাফে, ভ্যালেন্সিয়ায় খেলা মার্তিনেজ লা লিগায় ২০০-র বেশি ম্যাচের অভিজ্ঞতা সম্পন্ন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জুন ২০১৫ ০৩:৩৫
Share:

ইয়ান হিউমের পর এ বার জোড়া স্প্যানিশ ফুটবলারকে নিজেদের শিবিরে তুলে নিল আটলেটিকো দে কলকাতা। বৃহস্পতিবার গত আইএসএলের চ্যাম্পিয়নরা সই করাল জেমি গাভিলান মার্তিনেজ এবং ডিফেন্ডার হোসে লুইজ এস্পিনোজা আরোয়োকে। অতীতে গেতাফে, ভ্যালেন্সিয়ায় খেলা মার্তিনেজ লা লিগায় ২০০-র বেশি ম্যাচের অভিজ্ঞতা সম্পন্ন। আর হোসে লুইজ এস্পিনোজা (তিরি) আটলেটিকো দে মাদ্রিদের ‘বি’ টিমে প্রতিনিধিত্ব করেছেন। সেন্ট্রাল ডিফেন্সের পাশাপাশি লেফট ব্যাকেও খেলতে পারেন।

Advertisement

গত বারের বিদেশিদের মধ্যে বোরহা ফার্নান্দেজ, হোসেমি, নাতোকে এ বারেও দলে রেখেছে এটিকে। এ বার দুই স্প্যানিশ ফুটবলারের যোগদানে দল আরও শক্তিশালী হল বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement