লক্ষ্য তিন পয়েন্ট, এলানোকে মাথায় রাখছে না আটলেটিকো

এলানোর ফ্রিকিক আতঙ্ক ছড়ালেও চেন্নাইয়ানের বিরুদ্ধে তিন পয়েন্টই পাখির চোখ আটলেটিকো দে কলকাতার। বৃহস্পতিবার অনুশীলনের পর বোরহা ফার্নান্দেজের মন্তব্যেই তা পরিষ্কার। “চেন্নাইয়ানকে হারাতে পুরো টিম তৈরি। এক পয়েন্ট বা ড্র নিয়ে ভাবছি না। আমাদের লক্ষ্য তিন পয়েন্ট।”

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০১৪ ০৩:২২
Share:

বোরহার ছবি তুলেছেন শঙ্কর নাগ দাস

এলানোর ফ্রিকিক আতঙ্ক ছড়ালেও চেন্নাইয়ানের বিরুদ্ধে তিন পয়েন্টই পাখির চোখ আটলেটিকো দে কলকাতার। বৃহস্পতিবার অনুশীলনের পর বোরহা ফার্নান্দেজের মন্তব্যেই তা পরিষ্কার। “চেন্নাইয়ানকে হারাতে পুরো টিম তৈরি। এক পয়েন্ট বা ড্র নিয়ে ভাবছি না। আমাদের লক্ষ্য তিন পয়েন্ট।”

Advertisement

ডেঞ্জিল ফ্র্যাঙ্কো ছাড়া গোটা দলকে মাতেরাজ্জিদের বিরুদ্ধে পাবেন ধরে নিয়েই এ দিন বিকেলে অনুশীলনে স্ট্র্যাটেজি তৈরি করলেন আন্তোনিও হাবাস। সাসপেন্ড থাকা ফিকরু তেফেরার শাস্তি উঠে যাবে ধরে নিয়ে দল সাজিয়ে খেলালেনও তিনি। কী ভাবে এলানোর ফ্রিকিক আটকানো হবে তারও অনুশীলন হল। কোচ মুখে কিছু না বললেও দলের অন্যতম সেরা মিডিও বোরহা সাংবাদিকদের সামনে এসেও ধোঁয়াশা রাখলেন স্ট্র্যাটেজি নিয়ে। বললেন, “কোচ নিশ্চয়ই কোনও প্ল্যান বানাচ্ছেন চেন্নাইয়ানকে আটকানোর জন্য। কিন্তু এলানোর জন্য নির্দিষ্ট কোনও স্ট্র্যাটেজি তৈরি করা হবে না। পুরো চেন্নাই দলের কথা মাথায় রেখেই স্ট্র্যাটেজি হবে।”

কেরল ব্লাস্টার্স ম্যাচের পরে ন’দিন কোনও ম্যাচ না থাকায় ফুটবলারদের সমস্যার বদলে লাভই হবে বলে মানছেন বোরহা। বললেন, “এত দিন কোনও ম্যাচ না থাকায় ফুটবলারদের লাভ হয়েছে। বিশ্রাম নেওয়ার সুযোগও পাওয়া গিয়েছে। ছন্দ হারানোর কোনও কারণ নেই।”

Advertisement

হাবাসের অনুশীলনে আবার স্পষ্ট এলানো-মেন্ডোজাদের আটকাতে প্রতি আক্রমণের রাস্তাতেই হাঁটতে পারেন আটলেটিকো কোচ। এ দিন গোটা অনুশীলনে অর্ণব-হোসেমিদের পজিশনিংয়ের উপরে জোর দিলেন স্প্যানিশ কোচ। গার্সিয়া, ফিকরুদের মিশিয়ে দল গড়লেও, প্রতিটা মুহূর্তেই রক্ষণে থাকা ফুটবলারদের সঙ্গেই বেশি সময় কাটান কোচ।

চোট থেকে ফিরে লুই গার্সিয়াও একশো শতাংশ ফিট, সেই কথাই জানালেন আটলেটিকোর ফিটনেস কোচ মিগুয়েল গঞ্জালেজ। বলেন, “গার্সিয়ার কোনও অসুবিধা হচ্ছে না অনুশীলন করতে। ওর চোট পুরোপুরি সেরে গিয়েছে। চেন্নাইয়ান ম্যাচে ও খেলতে পারবে।”

আইএসএলে এ বারের মতো ডেঞ্জিল ফ্র্যাঙ্কোর খেলার সম্ভাবনা শেষ। যে প্রসঙ্গে বিশ্বজিত্‌ সাহা বলেন, “ডেঞ্জিল না থাকায় সমস্যা হবে ঠিকই। কিন্তু কিংশুক আগের ম্যাচে খুব ভাল খেলেছে।” ফরোয়ার্ডে ফিকরু থাকলে দলের আত্মবিশ্বাস আরও বাড়ে, সেই কথাই জানালেন বিশ্বজিত্‌। বলেন, “ফিকরু থাকলে আলাদা আত্মবিশ্বাস পায় দল। ও দলের সঙ্গে খুব ভাল ভাবে মানিয়ে নিয়েছে।” সঙ্গে তিনি যোগ করেন, “চেন্নাইয়ান ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আশা করছি তিন পয়েন্ট নিয়েই ফিরব।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন