আক্রমের হামলাকারী এখনও অধরা, গ্রেফতার ১ সঙ্গী

ওয়াসিম আক্রমের উপর হামলা চালিয়েছিল যে ব্যক্তি, তার সঙ্গীকে ঘটনার তিন দিন পর অবশেষে গ্রেফতার করতে সক্ষম হল করাচি পুলিশ। তবে মূল হামলাকারীকে এখনও পর্যন্ত ধরা যায়নি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৫ ১৬:৫৪
Share:

ওয়াসিম আক্রমের উপর হামলা চালিয়েছিল যে ব্যক্তি, তার সঙ্গীকে ঘটনার তিন দিন পর অবশেষে গ্রেফতার করতে সক্ষম হল করাচি পুলিশ। তবে মূল হামলাকারীকে এখনও পর্যন্ত ধরা যায়নি।

Advertisement

করাচি পুলিশের ডিআইজি মুনির আহমেদ শেখ জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার করাচির কায়দাবাদ দাউদ চৌরাঙ্গি এলাকায় ধৃতের বাড়িতে হানা দেয় পুলিশ। সেখান থেকে গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে। পুলিশ জানিয়েছে, ঘটনার দিন ধৃত ব্যক্তি সেই গাড়িটি চালাচ্ছিল যেটি ওয়াসিম আক্রমের মার্সিডিজকে ধাক্কা মারে। তবে যে ব্যক্তি গুলি চালিয়েছিল তাকে এখনও পর্যন্ত ধরা যায়নি। শীঘ্রই সেই ব্যক্তিও ধরা পড়বে বলে জানিয়েছেন পুলিশ। জেরায় ধৃত ব্যক্তি পুলিশকে জানিয়েছে, আক্রমের গাড়ির সঙ্গে তাদের গাড়ির ধাক্কা লাগার পর, দু’পক্ষই জড়িয়ে পড়ে তীব্র বাদানুবাদে। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। এর পরই আক্রমের গাড়ির চাকায় গুলি চালিয়ে পালিয়ে যায় অন্য গাড়ির আরোহীরা।

দিন কয়েক ধরে করাচির ন্যাশনাল স্টেডিয়ামে চলছে বোলিং ক্যাম্প। বুধবার সেখানে যাওয়ার সময় আক্রমের গাড়িকে ধাক্কা মারে হামলাকারীদের গাড়ি। কেন ধাক্কা মারা হল জানতে চেয়ে নিজের গাড়ি থেকে নেমে আসেন পাক পেসার। ভিড় জমে যায় চারিদিকে। আচমকাই আক্রমের দিকে বন্দুক তাক করে দাঁড়ায় অন্য গাড়িটির এক আরোহী। তবে আক্রমের গায়ে নয় গাড়ির চাকায় গুলি করে তাড়াতাড়ি পালিয়ে যায় হামলাকারী। দিনদুপুরে প্রকাশ্য রাস্তায় এ রকম ঘটনায় চাঞ্চল্য ছড়ায় করাচিতে। সরব হয় তামাম ক্রিকেট বিশ্ব।

Advertisement

ঘটনার পর গাড়িটির নম্বর টুকে রাখেন আক্রম। পুলিশের কাছে এএফআইআর দায়ের করেন তিনি। সত্ সাহস থাকলে হামলাকারীদের প্রকাশ্যে আসার চালেঞ্জ ছোড়েন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন