ভিভিআইপি নিরাপত্তার আশ্বাস সত্ত্বেও বাংলাদেশ সফরের সিদ্ধান্ত ঝুলিয়ে রাখছে ক্রিকেট অস্ট্রেলিয়া। গত ২৪ ঘণ্টায় ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা আধিকারিক শন ক্যারল দফায় দফায় বৈঠক করেছেন বাংলাদেশ সরকার ও ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তাদের সঙ্গে। অস্ট্রেলীয় দলকে সর্বোচ্চ স্তরের নিরাপত্তা দেওয়ার কথা জানিয়েছেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু, সফরসূচি বহাল রাখার সিদ্ধান্ত ঘোষণা করতে ক্যারলদের টালবাহানা এখনও চলছে।
রবিবারই ঢাকা পৌঁছেছেন শন ক্যারল। ঢাকার অস্ট্রেলীয় দূতাবাসে তিনি প্রথমে বৈঠক করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হোসেন-সহ বেশ কয়েক জন বোর্ড কর্তার সঙ্গে। ক্রিকেট সিরিজের আয়োজক বিসিবি’র তরফে ক্যারলকে আশ্বাস দেওয়া হয়, সরকারের সঙ্গে কথা বলে অস্ট্রেলীয় দলের সব রকমের নিরাপত্তা সুনিশ্চিত করা হবে। সোমবার সকাল ১১টায় বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলীয় রাষ্ট্রদূত গ্রেক উইলকক এবং শন ক্যারলকে নিয়ে বৈঠক করেন। বিসিবি সভাপতি এবং দেশের চারটি গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্তারাও এই বৈঠকে উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে বাংলাদেশ সফরকালে অস্ট্রেলীয় ক্রিকেট দলকে ভিভিআইপি নিরাপত্তা দেওয়া হবে। যদি তাঁরা আরও বেশি নিরাপত্তা চান, তাও দেওয়া হবে। এর পরও উইলকক বা ক্যারল সফর বহাল রাখার ব্যাপারে কোনও আশ্বাস দিতে পারেননি।
অস্ট্রেলিয়ার তরফে বার বার একটি সতর্কবার্তার কথা তুলে ধরা হচ্ছে। অস্ট্রেলীয় বিদেশ ও বাণিজ্য মন্ত্রক সে দেশের ক্রিকেট সংস্থাকে জানিয়েছে, বাংলাদেশ অস্ট্রেলীয়দের পক্ষে নিরাপদ জায়গা নয়। কীসের ভিত্তিতে অস্ট্রেলীয় বিদেশ মন্ত্রকের এই সতর্কবার্তা, সে প্রসঙ্গে অবশ্য কোনও সদুত্তর উইলকক বা ক্যারল দিতে পারেননি। তাঁরা জানিয়েছেন, বাংলাদেশের সরকার ও ক্রিকেট কর্তাদের সঙ্গে বৈঠকের রিপোর্ট তাঁরা দেশে পাঠাচ্ছেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্তারা রিপোর্টে সন্তুষ্ট হলে মঙ্গলবার রাতেই অস্ট্রেলীয় দল ঢাকার উড়ান ধরবে।
বাংলাদেশের বিরোধী দল বিএনপি অবশ্য গোটা বিষয়টির দায় চাপাতে চাইছে শেখ হাসিনার সরকারের উপর। বিএনপি এক সাংবাদিক সম্মেলনে সোমবার দাবি করেছে, হাসিনার সরকার দেশে জঙ্গি কার্যকলাপের বাড়বাড়ন্ত নিয়ে অপপ্রচার চালিয়ে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে। তাই এখন অস্ট্রেলীয় ক্রিকেট দল বাংলাদেশে আসতে ভয় পাচ্ছে। বাংলাদেশ সরকারের তরফে অবশ্য সে অভিযোগে আমল দেওয়া হয়নি। বরং ক্রিকেট অস্ট্রেলিয়ার আচরণ নিয়ে জনমানসে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ক্রিকেট সিরিজের দিনক্ষণ এবং সব আয়োজন চূড়ান্ত হওয়ার পরে কেন এ ধরনের টালবাহানা, তা নিয়েই প্রশ্ন তুলেছে বিভিন্ন শিবির। নিজেদের নিরাপত্তার বিষয়ে নিঃসংশয় হওয়ার পরই সিরিজ আয়োজনের বিষয়ে চূড়ান্ত সম্মতি দেওয়া উচিত ছিল ক্রিকেট অস্ট্রেলিয়ার, বলছেন বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা।
তবে সফর অনিশ্চিত হলেও এ দিন কিন্তু দল ঘোষণা করে দিল বাংলাদেশ। মুশফিকুর রহিমের নেতৃত্বে ১৪ জনের দলে বিশেষ কোনও চমক নেই। সম্পূর্ণ দল—
মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), সাকিব অল হাসান, ইমরুল কায়েস, মাহমুদুল্লাহ, নাসির হোসেন, রুবেল হোসেন, জুবের হোসেন, লিটন দাস, সৌম্য সরকার, মহম্মদ শহিদ, মমিনুল হক, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম