Australia

এই নিয়ে চার বার অস্ট্রেলিয়াকে ফলো অন করাল ভারত

৩০ বছর পর বড় লজ্জার সামনে ক্যাঙারুরা। শেষ বার ১৯৮৮তে দেশের মাঠে ফলো অনের লজ্জা সইতে হয়েছিল অজিদের। আর সিডনিতে কুলদীপ-শামিদের দাপটে ফের ফলো অন। প্রায় ২০-২৫ বছর বিশ্ব ক্রিকেটে রাজ করা অজিদের এই ফলো অন-ইতিহাসের দিকে একবার ফিরে দেখা যাক।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০১৯ ১৫:৪৫
Share:
০১ ১১

৩০ বছর পর বড় লজ্জার সামনে ক্যাঙারুরা। শেষ বার ১৯৮৮তে দেশের মাঠে ফলো অনের লজ্জা সইতে হয়েছিল অজিদের। আর সিডনিতে কুলদীপ-শামিদের দাপটে ফের ফলো অন। প্রায় ২০-২৫ বছর বিশ্ব ক্রিকেটে রাজ করা অজিদের এই ফলো অন-ইতিহাসের দিকে একবার ফিরে দেখা যাক।

০২ ১১

১৯৮৮তে এসসিজিতে ফলো অনের সামনে পড়েছিল অজিরা। বিপক্ষে ছিল সফররত ইংল্যান্ড। এর পর ঘরের মাঠে ১৭২টি টেস্ট খেললেও তাদের কেউ ফলো অন করাতে পারেনি।

Advertisement
০৩ ১১

সেই ম্যাচে মাইক গ্যাটিংয়ের নেতৃত্বাধীন ইংল্যান্ড প্রথমে ব্যাট করে ৪২৫ রান তুলেছিল। ক্রিস ব্রড করেছিলেন ১৩৯। জবাবে ব্যাট করতে নেমে অজিদের প্রথম ইনিংস শেষ হয়ে যায় ২১৪ রানে।

০৪ ১১

দ্বিতীয় ইনিংসে অবশ্য অনেকটাই ড্যামেজ কন্ট্রোল করেন বর্ডারের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া। ডেভিড বুনের ১৮৪ রানে ভর করে দুই উইকেটে ৩২৮ রান তোলে অজিরা। শেষ পর্যন্ত ম্যাচটি অমীমাংসিত থেকে যায়।

০৫ ১১

২০০৫ সালে শেষ বার ফলো অনের সামনে পড়তে হয়েছিল অজিদের। তখনও বিপক্ষে ইংল্যান্ড। নটিংহ্যামে মাইকেল ভনের ইংল্যান্ড প্রথম ইনিংসে করেছিল ৪৭৭ রান।

০৬ ১১

জবাবে রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ২১৮ রান তুলেছিল। ফলো অনের পর দ্বিতীয় ইনিংসে করে ৩৮৭।

০৭ ১১

দ্বিতীয় ইনিংসে কিছুটা চাপের মধ্যে পড়েছিল ইংল্যান্ড। যদিও শেষ পর্যন্ত তিন উইকেটে ম্যাচ জিতে যায় ইংল্যান্ড।

০৮ ১১

এই নিয়ে অস্ট্রেলিয়ায় মাটিতে দ্বিতীয় বার তাদের ফলো অন করালো ভারত। এর আগে ১৯৮৬ সালে সিডনিতেই চার উইকেটে ৬০০ রান তুলেছিল কপিল দেবের ভারত।

০৯ ১১

জবাবে ৩৯৬ রানে থেমে যায় অজিদের প্রথম ইনিংস। দ্বিতীয় ইনিংসে ছয় উইকেটে ১১৯ রান তুলে ম্যাচ বাঁচিয়ে দিয়েছিলেন অজিরা।

১০ ১১

সব মিলিয়ে চার বার অস্ট্রেলিয়াকে ফলো অন করাল ভারত। দু’বার অজিদের নিজেদের মাঠে। বাকি দু’বার দেশের মাঠে, ১৯৭৯তে।

১১ ১১

ফলো অনের কথাই যখন উঠল, তখন ২০১১-এর ইডেন টেস্টের কথা বলতেই হবে। ম্যাচে প্রথম ইনিংসে ৪৪৫ রান করেছিল স্টিভ ও-র অস্ট্রেলিয়া। জবাবে ১৭১ রানে গুটিয়ে যায় ভারত। কিন্তু, ফলো অনের পর ভিভিএস লক্ষ্ণণ আর রাহুল দ্রাবিড়ের জুটি ম্যাচ ঘুরিয়ে দেয়। ১৭১ রানে ম্যাচ জেতে ভারত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement