অপ্রতিরোধ্য সান্টিনা একই দিনে খণ্ডিতও

সেই গত বছর যুক্তরাষ্ট্র ওপেন থেকে মঙ্গলবার অস্ট্রেলীয় ওপেন কোয়ার্টার ফাইনাল পর্যন্ত মেয়েদের ডাবলসে বিশ্বের এক নম্বর ইন্দো-সুইস জুটি সানিয়া মির্জা-মার্টিনা হিঙ্গিস অপরাজিত।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০১৬ ০২:২৩
Share:

পেশাদার ট্যুরে টানা ৩৪ ম্যাচ জিতল সান্টিনা।

Advertisement

সেই গত বছর যুক্তরাষ্ট্র ওপেন থেকে মঙ্গলবার অস্ট্রেলীয় ওপেন কোয়ার্টার ফাইনাল পর্যন্ত মেয়েদের ডাবলসে বিশ্বের এক নম্বর ইন্দো-সুইস জুটি সানিয়া মির্জা-মার্টিনা হিঙ্গিস অপরাজিত। মেলবোর্ন পার্কে সেমিফাইনালে ওঠার পথে সানিয়ারা হারালেন জার্মান-আমেরিকান জুটি গ্রোয়েনেফেল্ড-ভান্ডেওয়েগকে ৬-২, ৪-৬, ৬-১। শেষ চারে শীর্ষ বাছাইদের লড়াই জার্মান-চেক জুটি জোয়েরজেস-লিসকোভার সঙ্গে বুধবারই। একই দিনে মিক্স়ড ডাবলসে চারটের মধ্যে তিনটে কোয়ার্টার ফাইনাল থাকলেও বাকিটা ফেলেননি অস্ট্রেলীয় ওপেনের সংগঠকেরা।

যেটা অবশ্যই ভারতীয় টেনিসমহলের দৃষ্টিকোণে ‘দ্য ম্যাচ’ হিসেবে গণ্য হওয়ার মতো। এবং যেখানে সান্টিনা দ্বিখণ্ডিত!

Advertisement

কারণ? মিক্সড ডাবলসের শেষ আটে যে সানিয়া মির্জা-ইভান ডডিগ বনাম মার্টিনা হিঙ্গিস-লিয়েন্ডার পেজ!

গত বছর তিনটে গ্র্যান্ড স্ল্যাম জয়ী মার্টিনা-লিয়েন্ডার জুটি এ দিন দ্বিতীয় রাউন্ডে স্লোয়ানে স্টিফেন্স-জিয়ান রজারকে ৬-১, ৬-২ হারানোর প্রায় গায়ে-গায়ে অন্য একটি দ্বিতীয় রাউন্ড ম্যাচে সানিয়া-ডডিগ হারান শ্বেদোভা-কুরেশিকে ৭-৫, ৬-২। নিটফল— সানিয়া-মার্টিনা মুখোমুখি, যেখানে আবার মার্টিনার সঙ্গী লিয়েন্ডার। যিনি আবার হয়তো মাস কয়েক পরেই রিও অলিম্পিক্সে সানিয়ার মিক্সড ডাবলস পার্টনার!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement