M Najmul Islam

বাংলাদেশ ক্রিকেটে গৃহযুদ্ধ! লিটনদের তোপ বোর্ড কর্তার, পদত্যাগ না করলে খেলাকেই বয়কটের হুমকি ক্রিকেটারদের

টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশ ক্রিকেটে গৃহযুদ্ধের পরিস্থিতি। বিসিবির অন্যতম পরিচালক এম নাজমুল ইসলামের একের পর এক বিতর্কিত মন্তব্য পরিস্থিতি জটিল করে তুলছে। ক্রিকেটারদের সংগঠন তাঁর পদত্যাগ দাবী করেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬ ২২:২৮
Share:

এম নাজমুল ইসলাম। ছবি: সংগৃহীত।

টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে গৃহযুদ্ধের পরিস্থিতি বাংলাদেশের ক্রিকেটে। অশান্তির কেন্দ্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অন্যতম ডিরেক্টর এম নাজমুল ইসলাম। ক্রিকেটারদের সম্পর্কে তাঁর একের এক অবমাননাকর মন্তব্যে ক্ষুব্ধ বাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন কোয়াব। বৃহস্পতিবার দুপুর ১টার মধ্যে নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ম্যাচ বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন কোয়াবের সভাপতি মহম্মদ মিঠুন। পরিস্থিতি সামলাতে তড়িঘড়ি বিজ্ঞপ্তি প্রকাশ করে নাজমুলের বক্তব্যের সঙ্গে দূরত্ব তৈরি করেছে বিসিবি।

Advertisement

বুধবার বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান নাজমুলকে সাংবাদিকেরা প্রশ্ন করেন, শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলতে না গেলে ক্রিকেটারদের বিসিবি ক্ষতিপূরণ দেবে কিনা। এর উত্তরে নাজমুল বলেন, ‘‘ওরা গিয়ে কিছুই করতে পারে না। তা-ও আমরা ওদের জন্য কোটি কোটি টাকা খরচ করি। আমরা কি ওদের কাছে টাকা ফেরত চাই?’’ এ ছাড়াও তিনি বলেছেন, ‘‘বোর্ডই যদি না থাকে, তা হলে ক্রিকেট বা ক্রিকেটারেরা থাকবে কী করে?’’ তাঁর এই মন্তব্য আগুনে ঘৃতাহুতি দিয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে লিটন দাসদের সম্পর্কে নাজমুলের এমন মন্তব্য ভাল ভাবে নিচ্ছে না বাংলাদেশের ক্রিকেটমহল।

তাঁর এই বক্তব্য জানাজানি হওয়ার পরই মুখ খুলেছেন মিঠুন। কোয়াব সভাপতি পরিষ্কার জানিয়েছেন, নাজমুলের এই বক্তব্য গ্রহণযোগ্য নয়। তিনি বলেছেন, ‘‘সকলেই জানেন কিছু দিন ধরে কী চলছে। প্রথমে এক জনকে নিয়ে, এখন সব ক্রিকেটারকে নিয়ে যে ভাবে কথা বলা হচ্ছে, যে ধরনের শব্দ ব্যবহার করা হচ্ছে, তা কোনও ভাবেই গ্রহণযোগ্য নয়। এ সব আশা করা যায় না। এক জন পরিচালকের ভাষা সম্বন্ধে সতর্ক থাকা উচিত। তাঁর বক্তব্য গোটা ক্রিকেটমহলকে কষ্ট দিয়েছে।’’ এর পর হুঁশিয়ারির সুরে মিঠুন বলেছেন, ‘‘আমাদের সব ক্রিকেটারদের নিয়ে উনি যে ভাবে কথা বলছেন, তা গ্রহণযোগ্য নয়। উনি বৃহস্পতিবার ম্যাচের আগে পদত্যাগ না করলে, আমরা সব ধরনের ক্রিকেট বয়কট করব।’’ উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর ১টায় নোয়াখালী এক্সপ্রেস–চট্টগ্রাম রয়্যালস ম্যাচ রয়েছে বিপিএলের। সন্ধ্যায় অন্য ম্যাচে রাজশাহী ওয়ারিয়রসের প্রতিপক্ষ সিলেট টাইটানস।

Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে বাংলাদেশ দলের ভারতে আসা নিয়ে টানাপোড়েন চলছে কিছু দিন ধরে। তার প্রেক্ষিতে কয়েক দিন আগে প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল পরামর্শের সুরে বলেছিলেন, বাংলাদেশ ভবিষ্যতের কথা ভেবে বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। এই বক্তব্যের প্রেক্ষিতে তামিমকে ভারতের দালাল বলে সমাজমাধ্যমে কটাক্ষ করেন নাজমুল। তাঁর সেই বক্তব্যের প্রতিবাদ জানান তাসকিন আহমেদ, রিশাদ হোসেনেরা। তার পরও বেলাগাম নাজমুল।

পরিস্থিতি সামলাতে বুধবার রাতেই বিজ্ঞপ্তি জারি করেছে বিসিবি। তাতে বলা হয়েছে, ‘‘বোর্ডের কোনও পরিচালক বা সদস্যের ব্যক্তিগত মন্তব্য বিসিবির আনুষ্ঠানিক অবস্থান নয়। সম্প্রতি কারও কোনও বক্তব্যে যদি কেউ আঘাত পেয়ে থাকেন, সে জন্য দুঃখ প্রকাশ করেছে বোর্ড। এ ধরনের মন্তব্য বিসিবির মূল্যবোধ, নীতি কিংবা আচরণবিধির প্রতিফলন নয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement