Australia

‘কোহালিদের বিপদে ফেলতে অস্ট্রেলিয়ার উচিত পেস সহায়ক উইকেট বানানো’

গত অস্ট্রেলিয়া সফরে ভারতের টেস্ট সিরিজ জেতার অন্যতম কারণ ছিল পিচ।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২০ ১১:৪৫
Share:

ছবি: রয়টার্স

ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজে পিচ বড় নির্ণায়ক হয়ে দাঁড়াবে বলে মত প্রাক্তন পাক পেসার শোয়েব আখতারের। অস্ট্রেলিয়ার পিচ সাধারণত পেস সহায়ক হয়, তার সঙ্গে থাকে বাউন্সও। যদিও শেষ দু’-এক বছরে তেমন দেখা যাচ্ছে না, যা প্রতিপক্ষের সুবিধা করে দিচ্ছে বলে দাবি করেন শোয়েব

Advertisement

তিনি বলেন, “বিদেশের মাটিতে বেশ কিছু ইনিংস লাগে নিজেকে পুরোপুরি মেলে ধরার জন্য। শুরু থেকেই ব্যাটসম্যান ড্রাইভ করতে পারবে না। কেমন পিচ তৈরি করে অস্ট্রেলিয়া সেই দিকে তাকিয়ে থাকব। অস্ট্রেলিয়া আক্রমণ করবে সেটা ঠিক, সহজ হবে না ড্রাইভ করা।” এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে আখতার আরও বলেন, “অস্ট্রেলিয়া পেস অ্যাটাক যেমন গোটা টিমকে বিপদে ফেলতে পারে, তেমনই বিপদে ফেলতে পারে ব্যাটসম্যানের শরীরকেও।”

তাঁর মতে, গত অস্ট্রেলিয়া সফরে ভারতের টেস্ট সিরিজ জেতার অন্যতম কারণ ছিল পিচ। বিরাট কোহালির নেতৃত্বে অস্ট্রেলিয়া ব্যাটিং লাইনআপকে ভুগিয়েছিল ভারতীয় বোলাররা। এ বার তাই অস্ট্রেলিয়ার কঠিন পিচ তৈরি করার দিকে নজর দেওয়া উচিত বলে মত প্রাক্তন পাক পেসারের। এমন পিচ যা পেস সহায়ক হবে এবং বাউন্স থাকবে। যাতে বিরাট-সহ ভারতীয় ব্যাটিং লাইনআপকে বিপদে ফেলতে পারে অজি পেসাররা।

Advertisement

আরও পড়ুন: তরতাজা রাখতে বুমরা-শামিদের বিশ্রামের ভাবনা

আরও পড়ুন: গতিময় গাব্বায় প্রথম টেস্টের পক্ষে সওয়াল হেজ্‌লউডের​

টেস্ট সিরিজ শুরু হবে ১৭ ডিসেম্বর থেকে। তার আগে ২৭ নভেম্বর থেকে শুরু হবে এক দিনের সিরিজ। তার পর দুই দলের মধ্যে খেলা হবে টি২০ সিরিজ। টেস্ট সিরিজের প্রথম ম্যাচের পর থাকবেন না বিরাট কোহালি। ভারতের সেরা ব্যাটসম্যান না থাকায় যে অস্ট্রেলিয়ার সুবিধা হবে তা বলাই বাহুল্য।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন