ছিটকে গেল পুণে

শেষ ম্যাচে এফসি পুণে সিটির বিরুদ্ধে ড্র করলেই সেমিফাইনালে মাতেরাজ্জির চেন্নাইয়ান। বুধবার নর্থ-ইস্ট ৩-২ হারায় হৃতিক রোশনের পুণেকে। ফলে এ বারের আইএসএল থেকে ছিটকে গেল পুণে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা:

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৫ ০৩:৪০
Share:

শেষ ম্যাচে এফসি পুণে সিটির বিরুদ্ধে ড্র করলেই সেমিফাইনালে মাতেরাজ্জির চেন্নাইয়ান। বুধবার নর্থ-ইস্ট ৩-২ হারায় হৃতিক রোশনের পুণেকে। ফলে এ বারের আইএসএল থেকে ছিটকে গেল পুণে। শেষ চারে যাওয়ার ক্ষীণ আশা অবশ্য বাঁচিয়ে রাখল গুয়াহাটির টিম। তাদের ১৪ ম্যাচে পয়েন্ট ২০। সেখানে এক ম্যাচ কম খেলে ১৯ পয়েন্ট নিয়ে পাঁচে চেন্নাইয়ান। তারা গোল পার্থক্যে অনেকটাই এগিয়ে রয়েছে পাহাড়ি দলটির চেয়ে। কোনও ভাবে চেন্নাইকে যদি হারিয়ে দেয় পুণে সেমিফাইনালের ছাড়পত্র পাবে নর্থ-ইস্ট। ইতিমধ্যেই কলকাতা, গোয়া এবং দিল্লি শেষ চার পাকা করে ফেলেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement