PV Sindhu Smash Racquet

সুইস ওপেনে প্রথম রাউন্ডেই বিদায়, রাগে র‌্যাকেট আছড়ে ভাঙলেন সিন্ধু

সুইস ওপেনের প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছেন পিভি সিন্ধু। ম্যাচশেষে নিজের রাগ সামলাতে পারেননি তিনি। মাটিতেই র‌্যাকেট আছড়ে ভাঙেন সিন্ধু।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মার্চ ২০২৫ ১৭:৪৭
Share:

পিভি সিন্ধু। —ফাইল চিত্র।

বিয়ের পর কোর্টে ফিরে সময়টা ভাল যাচ্ছে না পিভি সিন্ধুর। অল ইংল্যান্ডে খারাপ পারফরম্যান্সের পর এ বার সুইস ওপেনের প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছেন তিনি। ম্যাচশেষে নিজের রাগ সামলাতে পারেননি তিনি। মাটিতেই র‌্যাকেট আছড়ে ভাঙেন সিন্ধু।

Advertisement

সুইৎজ়ারল্যান্ডের বাসেলে এই সুপার ৩০০ প্রতিযোগিতার প্রথম রাউন্ডে সিন্ধুর বিরুদ্ধে নামেন ডেনমার্কের জুলি ডাওয়াল জেকবসেন। ক্রমতালিকায় অনেক নীচে থাকা জুলির কাছে স্ট্রেট গেমে হারেন তিনি। শেষ পয়েন্টটি খোয়ানোর পর আর মেজাজ ধরে রাখতে পারেননি সিন্ধু। র‌্যাকেট ভেঙে ফেলেন তিনি। তার পরে অবশ্য জুলির সঙ্গে হাত মেলাতেও দেখা যায় তাঁকে।

প্রথম গেমে একটা সময় ৮-৬ এগিয়েছিলেন সিন্ধু। কিন্তু জুলি ধীরে ধীরে খেলায় ফিরে আসেন। এক বার জুলি এগিয়ে যাওয়ার পর আর ফিরতে পারেননি সিন্ধু। ১৭-২১ পয়েন্টে প্রথম গেম হারেন তিনি। দ্বিতীয় গেমে আবার শুরু থেকে সিন্ধু পিছিয়েছিলেন। একটা সময় দেখে মনে হচ্ছিল বাজে ভাবে হারবেন। জুলি ১৬-৯ পয়েন্টে এগিয়ে গিয়েছিলেন। সেখান থেকে সিন্ধু ফিরে আসেন। লড়াই করে ১৭-১৭ করেন তিনি। যদিও জিততে পারেননি ভারতীয় ব্যাডমিন্টন তারকা। ১৯-২১ পয়েন্টে দ্বিতীয় গেম হেরে বিদায় নেন তিনি।

Advertisement

২০২৫ সালের জানুয়ারি মাসে ইন্ডিয়া ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছোনোর পর থেকে তিনটি প্রতিযোগিতায় প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেন সিন্ধু। চলতি মরসুমের শুরু থেকে ইন্দোনেশিয়ার আদি প্রতমার কাছে অনুশীলন করছেন সিন্ধু। কিন্তু তার পরেও তাঁর পারফরম্যান্স খারাপ। আরও এক বার ভক্তদের হতাশ করলেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement